Papiya Paul

SBI থেকে HDFC ব্যাঙ্ক, সবথেকে কম সুদে কোথায় মিলবে হোম লোন? রইল সুদের হারের চার্ট

নিউজশর্ট ডেস্কঃ প্রতিটা মানুষই নিজের মনের মতো করে ঘরবাড়ি বানাতে চান। তবে সেক্ষেত্রে বেশ মোটা অংকের টাকার প্রয়োজন হয়। আর এর জন্যই ব্যাংকের লোন নেওয়ার চেষ্টা করেন সকলে। কম সুদে গৃহঋণ(Home Loan) পেলে বাড়ি তৈরি করার চেষ্টা সকলের মধ্যেই থাকে।

   

আজকের এই প্রতিবেদনে দেশের চারটি গুরুত্বপূর্ণ ব্যাংকে(Bank) কোথায় কোন কত সুদে ঋণ পাওয়া যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। ভারতে একটি ফ্লোটিং হোম লোনের সুদের হার(Home Loan Interest Rate) একটি রেপো রেট-এর উপর ভিত্তি করে সময়ের সাথে বারবার পরিবর্তিত হয়। এই রেট বা বেঞ্চমার্ক রেট সাধারণত ভারতীয় রিজার্ভ ব্যাংক তৈরি করে। যা মুদ্রাস্ফীতি এবং মুদ্রানীতির ওপর বিভিন্ন কারণের জন্য পরিবর্তিত হয়।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI): ২২ শে নভেম্বর ২০২৩ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দেওয়া সর্বশেষ হোম লোনের সুদের হার হল ৮.৬০ শতাংশ এবং ৯.৪৫ শতাংশ বার্ষিক। তবে ব্যাংকের লোন নিতে গেলে সঠিক হারে ঋণের পরিমাণ, মেয়াদ, ঋণগ্রহীতার ক্রেডিট স্কোর এবং নির্বাচিত হোম লোনের ধরন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক(PNB): পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সর্বশেষ হোম লোনের সুদের হার প্রতিবছর ৮.৪০ শতাংশ থেকে ১০.৬০ শতাংশ পর্যন্ত রাখা হয়েছে। ব্যাংকের লোন নিতে গেলে সঠিক হারে ঋণের পরিমাণ, মেয়াদ, ঋণগ্রহীতার ক্রেডিট স্কোর এবং নির্বাচিত হোম লোনের ধরন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করে।

  1. আরও পড়ুন: দুবাই অতীত, এবার কলকাতায় তৈরী হয়েছে ‘টানেল অ্যাকোরিয়াম’! জলের দামে দেখুন ‘আন্ডারওয়াটার জু’

এইচডিএফসি ব্যাঙ্ক(HDFC): সর্বশেষ হোম লোনের সুদের হারের পরিসীমা প্রত্যেক বছর ৮.৫০ শতাংশ থেকে ৯.৪০ শতাংশ পর্যন্ত রাখা হয়েছে। এই ব্যাংকে সুদের এই হার হোম লোন ব্যালেন্স ট্রান্সফার লোন হাউজ রেনোভেশন এবং হোম এক্সটেনশিয়াল লোনের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে।

আইসিআইসিআই ব্যাঙ্ক(ICICI): এই ব্যাংকে সর্বশেষ হোম লোনের সুদের হার বার্ষিক ৯ শতাংশ থেকে ১০.০৫ শতাংশ পর্যন্ত।