নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার(Zee Bangla) বিখ্যাত সিরিয়াল ‘নিম ফুলের মধু'(Neem Phuler Madhu)। অত্যন্ত জনপ্রিয় এই সিরিয়ালের রয়েছে বড় সংখ্যক দর্শক। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন রুবেল দাস এবং পল্লবী শর্মা। পর্দায় সকলেই তাদের পছন্দ করে সৃজন-পর্ণা রূপে। তাদের রসায়ন সত্যিই নজর কেড়েছে সকলের। যদিও বা এই মুহূর্তে সিরিয়ালে চলছে বিচ্ছেদের ট্র্যাক।
পর্ণা না চাইলেও তাকে ডিভোর্স দিতে চাইছে সৃজন। আসলে এর পেছনে রয়েছে সৃজনের মা কৃষ্ণা। বৌমাকে ছেলের জীবন থেকে তাড়াতেই এই ষড়যন্ত্র করছেন তিনি। প্রথম থেকেই কৃষ্ণা ছেলের বউ হিসেবে অপছন্দ ছিল পর্ণাকে। যদিও বা বিয়ের পর থেকেই শাশুড়ির মন জয় করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছিল পর্ণা । স্বামী-সংসারের মঙ্গলের জন্য সর্বস্ব দিয়ে চেস্টা করে সে। এমনকি স্বামীর ব্যবসা দাঁড় করাতে নিজের গয়না বিক্রি করতেও পিছপা হননি পর্ণা।
আর এখন সেই মায়ের কথাতেই ভুল বুঝছে সৃজন। ডিভোর্সের পথে হাঁটছে সে। আর এই ডিভোর্স আটকানোর জন্যই হাজারো চেষ্টা করছে পর্ণা। এমনকি ডিভোর্স আটকাবার জন্য খোরপোষ বাবদ ১০ লাখ টাকা দাবি করে সে। কারন সে জানত সৃজনের এত টাকা দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু এইখানেও ষড়যন্ত্র করে শাশুড়ি কৃষ্ণা। তিনি জোগাড় করে দেন খোরপোষের জন্য ১০ লাখ টাকা। যার ফলে ফের একবার শুরু হয় বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া।
তবে এইসবের মধ্যেই গল্পের নায়ক সৃজন জানতে পারে, তার মা এই দশ লাখ টাকা ধার নিয়েছেন মোটা সুদে। এরপরই চোখ খোলে তার। সৃজন বোঝে, এমনি তার কাঁধে অনেক টাকা ধার রয়েছে। সেইসব জানার পরও শুধুমাত্র ষড়যন্ত্র করার জন্যই আবারো টাকা ধার নিচ্ছে তার মা। যেখানে পর্ণা তার পাশে দাঁড়িয়ে ব্যাবসাটিকে বাড়ানোর চেষ্টা করেছে। সে বোঝে, শুধুমাত্র ইগোর জন্যই সে পর্ণার সঙ্গে এতবড় অন্যায় করেছে। তাহলে কি এবার পর্ণার কাছে ক্ষমা চেয়ে ফের তাকে কাছে টেনে নেবে সৃজন নাকি সব কিছু জেনে বুঝেও বিয়ে ভাঙতে দেবে সে? উত্তর মিলবে আগামী এপিসোডগুলিতেই।