Papiya Paul

বিপাকে চীন সরকার! প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন টেনিস তারকা

এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রাক্তন প্রধানমন্ত্রী ঝাং গাওলির বিরুদ্ধে। মহিলা চিনা টেনিস স্টার পেং শুয়াই এই অভিযোগ করেছেন। এই তারকা ফ্রেঞ্চ ওপেন ডাবলস চ্যাম্পিয়ন ছিলেন। ৩৫ বছর বয়সী এই টেনিস তারকা প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন সম্পর্ক গড়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন। চীনে টুইটারের মতো ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে গোটা ঘটনাটি শেয়ার করেছিলেন তিনি। যদিও পরে ডিলিট করে দেন তিনি।

   

CNN- এর রিপোর্ট অনুযায়ী, পাং ১৬০০ শব্দের একটি পোস্ট লিখেছিলেন। যদিও সেই পোস্টে সত্যতা বিচার করা হয়নি। পরে CNN- এর তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল পেং এবং চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসের (SCI) সাথে। এই অফিস সরকারের জন্য প্রেস সংক্রান্ত কার্যকলাপ পরিচালনা করেন। পোস্টটিতে একটি খোলা চিঠি লেখা হয়েছিল যেখানে বলা হয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে এই ক্রীড়াবিদের ১০ বছর স্থায়ী সম্পর্ক ছিল। একে অপরকে ভালোবাসতেন তাঁরা।
ক্রীড়াবিদ লিখেছেন, “কেন তোমাকে আমার কাছে ফিরে আসতে হলো। তুমি আমাকে তোমার বাড়ি কেন নিয়ে গিয়েছিলে? যৌন সম্পর্ক ছাড়া কি কিছুই ছিল না আমাদের মধ্যে? এটার কোন প্রমাণ নেই আমার কাছে আর থাকাও সম্ভব নয়। কতটা ভয় পেয়েছিলাম বলতে পারবোনা। নিজেকে আর মানুষ বলে মনে হয় না। চলন্ত লাশের মতো নিজেকে অনুভব করি। প্রতিদিন মনে হয় অভিনয় করছি আমি”।

এ বিষয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী এখনো কোনো মন্তব্য করেননি। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতায় থাকা প্রথম মেয়াদে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাত সদস্যের পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি ২০১৮ সালে উপ-প্রধানমন্ত্রী হিসাবে অবসর গ্রহণ করেন।