Arijit

দলে ফিরেই দুর্দান্ত হাফসেঞ্চুরি করলেন শুভমান গিল, চাপে পড়ল নিউজিল্যান্ড

আজ কানপুরে টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে। আজকের ম্যাচে ভারতীয় টেস্ট দলে অভিষেক করেছেন তরুণ ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। চোট পেয়ে টেস্ট দল থেকে কে এল রাহুল ছিটকে যাওয়ায় দরজা খুলে যায় আইয়ারের।

   

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ইংল্যান্ড সফরে চোটের জন্য দলের বাইরে ছিলেন শুভমান গিল। দীর্ঘদিন পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কামব্যাক করেছেন তিনি। স্বাভাবিকভাবে দীর্ঘদিন পরে ভারতীয় দলে কামব্যাক করায় নজর ছিল গিলের উপর।

টিম ম্যানেজমেন্ট শুভমান গিলের উপর যে ভরসা করেছিল তার যথাযথ দাম দিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে খেলতে নেমে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে ফেললেন শুভমান গিল। 81 বলে 50 রান করলেন তিনি। শুভমানের এই ইনিংসটি সাজানো ছিল পাঁচটি চার এবং একটি ছক্কা দিয়ে।

এইদিন ইনিংসের শুরুতে মাত্র 13 রান করেই প্যাভিলিয়নে ফিরে যান ভারতের আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। স্বাভাবিক ভাবেই গিলের ওপর ইনিংস গড়ার বাড়তি দায়িত্ব এসে পড়েছিল। সেই দায়িত্ব খুব ভালো ভাবে সামলে দিলেন তরুণ গিল। পূজারার সঙ্গে সুন্দর ইনিংস গড়ে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেললেন গিল। লাঞ্চ বিরতির আগে ভারতের স্কোর 29 ওভার শেষে এক উইকেটে বিনিময় 82 রান। 15 রান করে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা। অপরদিকে 52 রানে খেলছেন শুভমান গিল।