Arijit

চার-ছক্কার বন্যা! জ্বলন্ত ইনিংস খেলে ‘হান্ড্রেড টুর্নামেন্টে’ ধ্বংসলীলা চালালেন ভারতের স্মৃতি মান্ধানা

এই মুহূর্তে ইংল্যান্ডে রমরমিয়ে চলছে “দ্য হান্ড্রেড টুর্নামেন্ট”। অল্প কয়েক দিনের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বিশেষত্ব হচ্ছে এই টুর্নামেন্টে মহিলা ও পুরুষদের একসঙ্গেই আলাদা ভাবে খেলা হচ্ছে। এই টুর্নামেন্টে খেলতে গিয়েছে পাঁচজন ভারতীয় মহিলা ক্রিকেটার। যারা ইতিমধ্যেই নাম কামিয়েছে এই টুর্নামেন্টে। গত 11 আগস্ট একটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে চমক দিয়েছে ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা।

   

এই টুর্নামেন্টে সাউদার্ন ব্রেভসের হয়ে খেলেন স্মৃতি মান্ধানা। সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েলশ ফায়ার এবং সাউদার্ন ব্রেভস। আর এই ম্যাচে স্মৃতি মান্ধানার ব্যাটে ভর করে দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে সাউদার্ন ব্রেভস।

এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে সাউদার্ন ব্রেভস। ব্যাটিং করতে নেমেই আক্রমনাত্মক ব্যাটিং শুরু করেন দলের দুই ওপেনার ডেনি ওয়াট ও স্মৃতি মান্ধানা। মাত্র 69 বলে 107 রানের পার্টনারশিপ গড়ে এই জুটি। মাত্র 34 বলে 53 রানের ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা।