Papiya Paul

জন্মের আগেই মৃত্যু কামনা করেছিল প্রতিবেশীরা, আজ প্রতিভার জোরে জনপ্রিয় গায়ক বাংলার ছেলে স্নিগ্ধজিৎ!

হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় গানের রিয়্যালিটি শো সারেগামাপা (Sa Re Ga Ma Pa) এর দৌলতে জনপ্রিয়তা পেয়েছেন উত্তরবঙ্গের বুনিয়াদপুরের ছেলে স্নিগ্ধজিৎ ভৌমিক। এই মঞ্চে সে নিজের অসাধারণ গানের মাধ্যমে বিচারক এবং দর্শকদের মুগ্ধ করেছেন। এই শো-তে বিচারক হিসাবে আছেন বিশাল দাদলানি, হিমেশ রেশমিয়া ও শঙ্কর মহাদেবন। মাঝেমধ্যেই রিয়ালিটি শো-র মঞ্চে বিশেষ কিছু পর্বের আয়োজন করা হয়।

   

এদিনও মায়েদের জন্য এমনই এক বিশেষ পর্বের আয়োজন করা হয়েছিল। নিজের মাকে উৎসর্গ করে গান করেছিল স্নিগ্ধজিৎও। এর সাথেই নিজের জীবনের ছোট থেকে বড় হওয়ার সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে। এদিনের বিশেষ পর্বে সরাসরি তিনি উপস্থিত হয়ে ছেলের পারফরম্যান্স দেখতে পারেননি। কারণ বাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছেন তিনি। অক্সিজেন সাপোর্ট চলছে তার। মায়ের সাথে বাড়িতেই আছেন স্নিগ্ধজিতের স্ত্রী। এই জন্য ভিডিও কলের মাধ্যমে ছেলের গান দেখেছেন মা।

গান শুরুর আগে নিজের ছোটবেলায় কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে সে কথা শেয়ার করেছেন স্নিগ্ধজিৎ। তিনি জানিয়েছেন, তার বাবা মানসিকভাবে অসুস্থ ছিলেন, তখন তার মা গর্ভবতী ছিলেন, সেই সময়ে প্রতিবেশীরা গর্ভপাত করিয়ে নেওয়ার কথাও বলেছিলেন। কারণ সকলে মনে করতেন পাগল বাবার সন্তান পাগল হয়ে জন্মাবে। কিন্তু তার মা সেই কথা শোনেননি। ১০ মাস গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছেন ছেলেকে। তার এই কাহিনী শুনে চোখে জল এসেছে সকলেরই।

এই পর্বের কিছু অংশ সোশ্যাল মিডিয়াতে জি টিভির অফিসিয়াল পেজে শেয়ার করা হয়েছে। আর এই ভিডিও শেয়ার করার সাথে সাথেই ভাইরাল হয়ে গিয়েছে।