কোয়েল মল্লিক(Koel Mallick), টলিউডের(Tollywood) প্রথম সারির অভিনেত্রী তিনি। তার পরিচয় নতুন করে দেবার প্রয়োজন হয় না। নিজের অসাধারণ অভিনয় গুনে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন। তবে তাকে এই অভিনয় জগতে আনার ক্ষেত্রে প্রথমদিকে বেঁকে বসেছিলেন তার বাবা রঞ্জিত মল্লিক।
নিজের মেয়ের উপর ঠিকভাবে ভরসা করতে পারেননি তিনি। এর কারণ হলো যদি অভিনয়টা ঠিকমতো না পারে। তবে বাবার সে বিশ্বাস অক্ষরে অক্ষরে পালন করতে পেরেছেন অভিনেত্রী। তার প্রথম ছবি ‘নাটের গুরু’র পর ১৯ বছর পেরিয়ে গিয়েছে। এবার শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন কোয়েল।
পরিচালক হরনাথ চক্রবর্তীর নাটের গুরু ছবি দিয়ে টলিউডে পা রাখেন কোয়েল। সে সময় তার পরিচয় ছিল তিনি রঞ্জিত মল্লিকের মেয়ে। আর বাবার পরিচয় আড়ালে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলাই ছিল সে মুহূর্তে কোয়েলের সব থেকে বড় লড়াই। সোশ্যাল মিডিয়ায় নাটের গুরুর শুটিং-এর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন টলিউডের কুইন।
এই ছবিটি তার কাছে বেশ কয়েকটি কারণে ভীষণ স্পেশাল। সেই সময় তিনি গ্র্যাজুয়েশন করছিলেন। তখন তার মা-বাবা ভেবেছিলেন যে মেয়ে ক্যামেরার সামনে আসবে কিনা। আসলে কোয়েল বরাবরই একটু চাপা স্বভাবের এবং লাজুক। মেকআপ রুম থেকে বেরিয়ে শুটিং সেট অব্দি আসবেন কিনা এটা নিয়ে এই চিন্তায় পড়ে গিয়েছিলেন রঞ্জিত মল্লিক ও তার স্ত্রী।
আর সেদিন রঞ্জিত মল্লিকের মেয়ের প্রথম শুটিং দেখতে সেটে হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির নামিদামি পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ানরা। এমনকি কোয়েলের প্রথম শটের খবর শুনে এসেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ও।
সৌমিত্র জেঠু তাকে আশীর্বাদ দিতে এসেছেন শুনে মেকআপ রুমে আর বসে থাকেনি কোয়েল। অভিনেত্রী এই নিজেকে অত্যন্ত ভাগ্যবতী বলে মনে করেন কারণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের মত একজন কিংবদন্তি অভিনেতার কাছে আশীর্বাদ নিয়ে অভিনয় শুরু করা তার জীবনে সৌভাগ্য থেকে কম নয়।