Arijit

ইংল্যান্ডের মাটিতে বসেই টি-২০ বিশ্বকাপ জয়ের ছক কষে ফেললেন বিরাট-সৌরভ, চিন্তায় শত্রুপক্ষ

এই মুহূর্তে ইংল্যান্ডের মাটিতে চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। ইতিমধ্যেই এই সিরিজের দুটি ম্যাচের সমাপ্তি হয়েছে। এই টেস্ট সিরিজের মাঝেই ইংল্যান্ডের মাটিতে বসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ছক কষে ফেললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এই টেস্ট সিরিজের পর বিরাট কোহলিদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেই নিয়ে বৈঠকে বসেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং বিসিসিআই সচিব জয় শাহ। সেই বৈঠকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ব্লু প্রিন্ট তৈরি করে ফেলা হল।

   

ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজের পর ইংল্যান্ড থেকে সরাসরি দুবাই উড়ে যাবে বিরাট কোহলিরা। সেখানে আইপিএল খেলার পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে মাত্র দু-মাস সময় আর সেই কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখন থেকেই চিন্তাভাবনা শুরু করে দিতে চাই ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তাই লর্ডস টেস্টের পরই ইংল্যান্ডের মাটিতে ভারত অধিনায়ক কোহলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন বিসিসিআই কর্তারা।

বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ইংল্যান্ডে বিরাটের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিসিআই কর্তারা। তবে সেখানে ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে সেই সম্পর্কে তিনি বলতে নারাজ। তবে ইংল্যান্ডে বসে হঠাৎ করে এমন বৈঠক যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই তা জানতে আর কারও বাকি নেই।