Arijit

দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে খেলতে চলেছে চেন্নাই, মুম্বাই, দিল্লি

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ হল আইপিএল। আইপিএল এর জনপ্রিয়তা এই মুহূর্তে ভারত বর্ষ থেকে ছাড়িয়ে সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আর আইপিএলের এই বিরাট জনপ্রিয়তা দেখে দক্ষিণ আফ্রিকাতেও এমনই একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

   

দক্ষিণ আফ্রিকায় এর আগে দু’বার টি২০ লিগ তৈরি করা হয়েছিল। কিন্তু দু’বারই তা ব্যর্থ হয়। প্রথমে ২০১৭ সালে গ্লোবাল টি২০ লিগ তৈরি করা হয়েছিল। সেটা এক বছর হয়েই বন্ধ হয়ে যায়। এর পর জান্সি সুপার লিগ শুরু হয়। ২০১৮ এবং ২০১৯ সালে খেলা হয় সেই লিগ। এ বার দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড চাইছে আইপিএলের মতো বিরাট আকারে একটি টি২০ লিগ তৈরি করতে।

মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মার দল এ বার খেলতে পারে দক্ষিণ আফ্রিকার লিগেও। শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও দল গড়তে চাইছে আইপিএলের দলগুলি। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মতো দলগুলি দক্ষিণ আফ্রিকার টি২০ লিগে দল কিনতে আগ্রহী।