Arijit

কোহলি দায়িত্ব ছাড়ায় সৌরভের বিসিসিআইয়ের প্রশংসায় পঞ্চমুখ গাভাস্কার, বললেন…

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সেই ফরমেটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা করলেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি। টুইট করে নিজেই একথা জানিয়েছেন কোহলি। এইদিন টুইট করে বিরাট কোহলি জানিয়েছেন, ” বর্তমান আমি তিনটি ফরম্যাটেই অধিনায়ক। তাই অধিনায়কত্বের চাপ কমানোর জন্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমি টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চাই। ইতিমধ্যেই বিসিসিআইয়ের সঙ্গে আমার সমস্ত কথা হয়ে গিয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব থেকে বিরতি নিয়ে আমি নিজের ব্যাটিংয়ের ফোকাস করতে চায়।”

   

বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বিসিসিআইয়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার। গাভাস্কারের মতে “বোর্ড যেভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে তা একদম সঠিক।”

এক চ্যানেলের সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, “সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বিসিসিআই যেভাবে সামনের দিকে তাকানোর পরিকল্পনা নিয়েছে তা একদম সঠিক। বোর্ড যেভাবে নতুন অধিনায়কদের তুলে আনার চেষ্টা করছে সেটা ভারতীয় দলের ভবিষ্যতের জন্য খুবই ভালো। সামনের দিকে তাকানো সব সময় গুরুত্বপূর্ণ।”