সম্প্রতি অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত পৃথ্বীরাজের নির্মাতারা, রাজস্থানের শ্রী রাজপুত করনি সেনার হুমকির মুখে পড়ে তাদের সিনেমার নাম বদলাতে বাধ্য হয়েছেন। এর আগে ২০১৮ সালে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় তৈরি করা পদ্মাবতী সিনেমারও একই হাল হয়েছিল। অনেক টান পোড়নের পর ছবির নাম বদলে রাখা হয়েছিল পদ্মাবত। এবার করনি সেনার রোষের মুখে পড়ে পৃথ্বীরাজ ছবিটির নাম পরিবর্তন হতে চলেছে।
যশ রাজ ফিল্মস শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানায় যে, তারা কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য এই ছবি তৈরি করেনি। এবং এরই সাথে বিতর্ক এড়াতে তারা ছবিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে সিনেমার নতুন নাম দেওয়া হয়েছে সম্রাট পৃথ্বীরাজ। আসলে করনি সেনা, চলচ্চিত্রের শিরোনামে পৃথ্বীরাজের নামের আগে সম্রাট যুক্ত করার জন্য নির্মাতাদের দাবি জানিয়ে একটি পিআইএল দায়ের করেছিল এবং তাদের দাবি পূরণ না হলে রাজস্থানে ছবিটি বয়কট করার হুমকিও দিয়েছিল তারা।
এরপর যশরাজ ফিল্মস শুক্রবার কর্নি সেনা দ্বারা তাদের পাঠানো একটি চিঠির জবাবে জানায় যে তারা করনি সেনার এই দাবিতে সম্মত হচ্ছেন। তাদের চিঠিতে লেখা ছিল যে, “চলচ্চিত্রের বর্তমান শিরোনাম সম্পর্কে আপনাদের অভিযোগ সম্পর্কে আমাদের সতর্ক করার জন্য আমরা আন্তরিকভাবে আপনার প্রশংসা করি এবং আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা কোনো ব্যক্তিদের বা মানুষের অনুভূতিতে ইচ্ছাপূর্বক আঘাত করি নাই এবং ভবিষ্যতেও করবো না। প্রয়াত রাজা ও বীর যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানকে আমরা প্রত্যেকেই সম্মান করি। আমরা এই ছবির মাধ্যমে তাঁর সাহসিকতা, কৃতিত্ব এবং তার শৌর্য ও সেই সময়ের দেশের ইতিহাসে মানুষের সামনে উদযাপন করতে চাই।”
এর সাথে যশ রাজ ফিল্মসের তরফে আরো যোগ করা হয়েছে যে, “আমাদের মধ্যে একাধিক দফা আলোচনার ভিত্তিতে এবং আমাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করার জন্য, আমরা ছবিটির শিরোনাম পরিবর্তন করে সম্রাট পৃথ্বীরাজ রাখছি। আমাদের মধ্যে যে পারস্পরিক চুক্তি হয়েছে তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।”করনি সেনার ‘ভালো উদ্দেশ্য’ এবং সংস্থার সম্পূর্ণ সমর্থনের জন্য তারা কর্নি সেনাকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত ‘পৃথ্বীরাজ’ চৌহান রাজবংশের রাজা পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং এই গল্প তরাইনের প্রথম যুদ্ধের চারপাশে আবর্তিত হবে, যেখানে তিনি ঘুরিদ রাজবংশের মুহাম্মদ ঘোরির মুখোমুখি হয়েছিলেন। এই ছবি দিয়েই বলিউডের গ্ল্যামারাস জগতে পা রেখেছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুশি চিল্লার। অক্ষয়ের বিপরীতে তিনি সংযোগিতার চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মানব ভিজ, সোনু সুদ এবং আশুতোষ রানা। ছবিটি হিন্দি ছাড়াও তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেতে চলেছে আগামী ৩ জুন।