Papiya Paul

রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, এই ৮ বলিউড গায়িকার রূপের কাছে ১০ গোল খাবে দীপিকা-ক্যাটরিনা

নিউজশর্ট ডেস্কঃ সৌন্দর্য এবং গ্ল্যামারের জন্য, বলিউড(Bollywood) অভিনেত্রীরা সর্বদাই সকলের নজর কাড়ে। তবে, ইন্ডাস্ট্রিতে এমন কিছু বলিউড সঙ্গীতশিল্পী(Bollywood Singer) আছেন যাদের সৌন্দর্যের পাশে হয়তো তাবড় তাবড় বলি অভিনেত্রীরাও হার শিকার করতে বাধ্য। তাদের সুরেলা কন্ঠের সাথে সাথে রূপের জাদুতেও মুগ্ধ করেছেন মানুষকে। বলিউড ডিভারাও এর সামনে ব্যর্থ বললে কিছু ভুল বলা হবে না। এমনই কিছু খ্যাতনামা সঙ্গীত শিল্পীর পরিচয় রইলো।

   

১) নেহা ভাসিন:- ‘জগ ঘুমেয়া’ গানের জন্য নেহা ভাসিন তার গ্ল্যামারাস অবতারের কারণে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শিরোনামে থাকেন। জানিয়ে রাখি বিখ্যাত এই গায়িকা ভারতের অল-গার্লস ব্যান্ড ভিভা গার্লস-এর অন্যতম সদস্য ছিলেন। সুলতান সিনেমা ছাড়াও বলিউডের অনেক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

২) আনুশকা মানচন্দা:- আনুশকা মানচন্দাকে প্রায়শই তার হট লুকের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে দেখা যায়। বলিউডের অনেক জনপ্রিয় গান গেয়েছেন তিনি। এছাড়াও তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তার বোল্ড ছবি দিয়েও সকলের মন জিতে নিয়েছেন তিনি।

৩) নীতি মোহন:- স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমায় ‘ইশক ওয়ালা লাভ’ গানটির মাধ্যমে জনপ্রিয়তা পান। তারপর নিজের সুরের জাদুতে মুগ্ধ করেছে আপামর জনগণকে। তার অন্য দুই বোন শক্তি এবং মুক্তির মতো, নীতিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। এছাড়াও তিনি সঙ্গীত রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল 11’-এর বিচারকও ছিলেন।

৪) নেহা কক্কর:- এই মুহূর্তে নেহা কক্করের ইনস্টাগ্রাম ফলোয়ারস আকাশছোঁয়া। সবচেয়ে বেশি ফলোয়ার যুক্ত গায়িকাদের মধ্যে তিনি অন্যতম। রোহনপ্রীত সিংয়ের সাথে বিয়ের পর, নিজেদের মজার ভিডিওর দৌলতে নিয়মিত চর্চায় থাকেন তিনি। বলাই বাহুল্য নেহা একপ্রকার নিজের আধিপত্য বজায় রেখেছেন সোশ্যাল মিডিয়ায়। তার ভাই টনি এবং সোনুর মতো, নেহাও ভারতীয় সঙ্গীত জগতে অন্যতম বড় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

৫) শ্বেতা পন্ডিত:- বলিউডের আরেক জনপ্রিয় গায়িকা শ্বেতা পণ্ডিত, এ আর রহমান সহ অনেক বিখ্যাত সঙ্গীতশিল্পীর সহকারী হিসেবে কাজ করেছেন। প্রসঙ্গত, তিনি পদ্মবিভূষণ প্রাপক পণ্ডিত জসরাজের নাতনি। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জন্য বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন।

৬) মোনালী ঠাকুর:- মোনালি ঠাকুর তার মিষ্টি কণ্ঠের মতো নিজেও বেশ মিষ্টি দেখতে বললে খুব বেশি অত্যুক্তি হবেনা। বর্তমানে এই সুন্দরী গায়িকা স্বামী মাইক রিখটারের সাথে নিজের বিবাহিত জীবন উপভোগ করছেন। মোনালী ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’এ অংশগ্রহণ করার পর জনপ্রিয়তা পান। শো জিততে না পারলেও তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

৭) কণিকা কাপুর:- ভারতের অন্যতম সুন্দরী গায়িকা কণিকা কাপুর। সানি লিওনের বেবি ডল গানে কণ্ঠ দেওয়ার পর তিনি রাতারাতি তারকা হয়ে ওঠেন। এরপর বলিউডের অনেক বিখ্যাত গানে কণ্ঠ দিয়েছেন তিনি এবং যথারিতি সেই সমস্ত গান দূর্দান্ত হিট হয়েছে।

৮) শ্রেয়া ঘোষাল:- তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন। হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল সহ একাধিক ভাষায় গান গেয়েছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকার সুরের জাদুতে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া যায়না।