Arijit

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের রং বদলে দিতে পারেন ভারতের এই দুই ক্রিকেটার

আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে নামতে চলেছে ভারত এবং পাকিস্তান। ইতিমধ্যেই এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমী এবং দুই দেশের সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

   

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে এমন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা যে কোন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে সেই সমস্ত ক্রিকেটারদেরও উপরই বাড়তি নজর থাকবে। ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক রোহিত শর্মা তো রয়েছেনই সেই সঙ্গে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও আছেন যারা পাকিস্তানকে একা হাতে শেষ করে দিতে পারেন।

গতকালকের ম্যাচে মূলত নজর থাকবে দুই ক্রিকেটারের উপর। একজন হলেন কে এল রাহুল সেই আইপিএল থেকে শুরু করে দু’টি প্রস্তুতি ম্যাচে দুরন্ত ফর্মে ব্যাটিং করেছেন রাহুল। রাহুলের এই ফর্মই পাকিস্তানের জন্য সবথেকে বড় চিন্তার কারণ।

অপরদিকে ভারতের আরেক অস্ত্র হচ্ছেন বরুণ চক্রবর্তী। এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বরুণ চক্রবর্তী সকলের কাছেই অজানা। আইপিএলে অনেকে বরুণ চক্রবর্তীকে খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে বরুণ চক্রবর্তীকে কেও জানে না। আর এই সুযোগটি কাজে লাগাতে চলেছে ভারত।