Arijit

রোহিতকে বাদ দিয়ে এই তারকা বোলারকে পরবর্তী অধিনায়ক করার দাবি তুললেন জাদেজা-নেহেরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলার পরই ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলির পরবর্তী সময়ে ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। আসন্ন নিউজিল্যান্ড সফরে রোহিতের নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া। এবং সহ-অধিনায়ক করা হয়েছে কে এল রাহুলকে।

   

তবে ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা এবং আশিস নেহেরা মনে করেন রোহিত শর্মার থেকেও টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব আরও ভালো ভাবে সামলাতে পারতেন বর্তমানে জাতীয় দলের তারকা পেশার জাসপ্রিত বুমরাহ।

এক সাক্ষাৎকারে অজয় জাদেজা বলেন, ”বুমরাহ এই মুহূর্তে ভারতের তিনটি ফরমেটের নিয়মিত সদস্য। তিনটি ফরমেটেই দাপটের সঙ্গে বুমরাহ বোলিং করছেন। আইপিএল এবং জাতীয় দলে দীর্ঘদিন ধরে খেলার সুবাদে এই মুহূর্তে ক্রিকেট সম্বন্ধে বুমরার অনেক ধারণা জন্মেছে। আর তাই বুমরাহকে ভারতের অধিনায়ক করা হলে আমি খুব একটা অবাক হতাম না।”