বলিউড,বিনোদন,গসিপ,কমেডি মুভি,কুইন,গোলমাল,ছোটি সি বাত,Bollywood,Entertainment,Gossip,Comedy Movie,Queen,Choti Si Baat

Moumita

বলিউডের সেরা ৮ টি কমেডি মুভি, যা দেখলে হাসতে হাসতে পেট ছিঁড়তে বাধ্য

কমেডিকে বলিউডের অন্যতম সফল ঘরানা হিসাবে বিবেচনা করা হয়। মুড অফ হয়ে আছে এমতাবস্থায় একটা কমেডি মুভি দেখে নিলেই কেল্লাফতে। অনেকের সাথেই হয়ত এই ঘটনা ঘটে থাকবে যে, কমেডি মুভি দেখতে ইচ্ছে করছে কিন্তু বুঝতে পারছেননা যে, কোনটা দেখবেন! আপনাদের যাতে আর এই দ্বিধায় পড়তে না হয় তার জন্যই আজকের এই প্রতিবেদন। IMDb রেটিং অনুযায়ী বলিউডের সেরা কমেডি মুভি গুলির তালিকা বলবো আজকের প্রতিবেদনে।

   

১. গোলমাল (IMDb ৮.৫) : ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি গোলমাল এমন একটি ছবি যার আলাদা কোনো বিবরণ দেওয়ার প্রয়োজন পড়েনা। হৃষিকেশ মুখার্জির সেরা কিছু ছবির মধ্যে এটি একটি। ছবিটি মূলত এক ব্যক্তিকে নিয়ে যিনি মিথ্যা বলতে বলতে এমন ফাঁদে পড়ে যান যে সেখান থেকে ওঠা মুশকিল। এখনও না দেখে থাকলে আজই দেখে ফেলুন এই ছবি।

বলিউড,বিনোদন,গসিপ,কমেডি মুভি,কুইন,গোলমাল,ছোটি সি বাত,Bollywood,Entertainment,Gossip,Comedy Movie,Queen,Choti Si Baat

২. 3 ইডিয়টস (IMDb ৮.৪) : ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি হাসি-কান্না-স্ট্রাগল অনেক কিছুর সংমিশ্রণ। তবে ছবির চিত্রনাট্য এমনভাবে উপস্থাপিত করা হয়েছে যে শত দুঃখের মধ্যেও আপনি হাসতে বাধ্য। এই মুভি সবারই একবার হলেও দেখা উচিত।

বলিউড,বিনোদন,গসিপ,কমেডি মুভি,কুইন,গোলমাল,ছোটি সি বাত,Bollywood,Entertainment,Gossip,Comedy Movie,Queen,Choti Si Baat

৩. জানে ভি দো ইয়ারো (IMDb ৮.৩) : সাল ১৯৮৩ তে মুক্তি পেয়েছিলো ব্যঙ্গাত্মক ডার্ক কমেডি মুভি ‘জানে ভি দো ইয়ারা’। কুন্দন শাহ পরিচালিত এই ছবিটি মূলত ভারতীয় রাজনীতি, আমলাতন্ত্র, সংবাদ মাধ্যম এবং ব্যবসার দুর্নীতির উপর ভিত্তি করে তৈরি। মাস্ট ওয়াচ মুভির মধ্যে এটিও একটি।

বলিউড,বিনোদন,গসিপ,কমেডি মুভি,কুইন,গোলমাল,ছোটি সি বাত,Bollywood,Entertainment,Gossip,Comedy Movie,Queen,Choti Si Baat

৪. খোসলা কা ঘোষলা (IMDb ৮.৩) : সর্বকালের সেরা কমেডি ছবির তালিকা তৈরি করলে তাতে এই ছবিটির নাম থাকা আবশ্যক। ২০০৬ সালে মুক্তি পেয়েছিলো ছবিটি। গোটা পরিবার নিয়ে একটা জমাটি ছবি দেখতে চাইলে অবশ্যই এটি দেখুন।

বলিউড,বিনোদন,গসিপ,কমেডি মুভি,কুইন,গোলমাল,ছোটি সি বাত,Bollywood,Entertainment,Gossip,Comedy Movie,Queen,Choti Si Baat

৫. চুপকে চুপকে (IMDb ৮.৩) : ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘চুপকে চুপকে’। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র এবং অমিতাভ বচ্চন। সস্তার হাস্যরস ছাড়াও একটি চলচ্চিত্র কীভাবে মজাদার হতে পারে এই ছবিটি তার প্রকৃষ্ট উদাহরণ।

বলিউড,বিনোদন,গসিপ,কমেডি মুভি,কুইন,গোলমাল,ছোটি সি বাত,Bollywood,Entertainment,Gossip,Comedy Movie,Queen,Choti Si Baat

৬. আঙ্গুর (IMDb ৮.৩) : আঙ্গুর হল গুলজার পরিচালিত ১৯৮২ সালের একটি বলিউড কমেডি চলচ্চিত্র । মূলত শেক্সপিয়রের কমেডি অফ এররস-এর একটি রূপান্তর‌ বলা চলে একে। ছবিতে সঞ্জীব কুমার এবং দেবেন ভার্মা উভয়ই দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবির জন্য সঞ্জীব কুমার সেরা অভিনেতার পুরস্কার এবং দেবেন ভার্মা সেরা কমেডিয়ানের পুরস্কারও জিতেছিলেন।

বলিউড,বিনোদন,গসিপ,কমেডি মুভি,কুইন,গোলমাল,ছোটি সি বাত,Bollywood,Entertainment,Gossip,Comedy Movie,Queen,Choti Si Baat

৭. ছোট সি বাত (IMDb ৮.৩) : ‘ছোট সি বাত’ হল ১৯৭৬ সালে বাসু চ্যাটার্জির নির্মিত কমেডি চলচ্চিত্রগুলির মধ্যে একটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমল পালেকার ও বিদ্যা সিনহা। সপ্তাহান্তে নিজের প্রিয়জনের সাথে খানিকক্ষণ আমোদে সময় কাটানোর জন্য একেবারে পারফেক্ট চয়েস হবে এই ছবি।

বলিউড,বিনোদন,গসিপ,কমেডি মুভি,কুইন,গোলমাল,ছোটি সি বাত,Bollywood,Entertainment,Gossip,Comedy Movie,Queen,Choti Si Baat

৮. কুইন (IMDb ৮.২) : কঙ্গনা যতই বিতর্কিত হোক না কেন, তার অভিনয় নিয়ে কথা বলার ক্ষমতা তো নিন্দুকেরও নেই। কুইন ছবির মূল আকর্ষণ মূলত কঙ্গনার দূর্দান্ত অভিনয়। একটা নরম ভীতু মেয়ের আত্মবিশ্বাসী হয়ে ওঠার গল্প আঁকা আছে এই ছবিতে। মাস্ট ওয়াচ মুভির তালিকায় এটিও থাকবে।