টলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,সুজি ভৌমিক,রূপান্তরকামী,অভিনয়,বাংলা ধারাবাহিক,টেলিভিশন,Tollywood,Entertainment,Gossip,Transgender,Acting,Bengali Serial,Television,Controversy,Suzi Bhowmik

‘টলিউডে রূপান্তরকামীদের জায়গা নেই’, চরম হতাশায় অভিনয় ছাড়লেন ‘ফিরকি’ অভিনেত্রী সুজি ভৌমিক

যুগ বদলের সাথে সাথে সমাজের অনেক নিয়ম কানুনের পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে মানুষের চিন্তাধারায়। তবে রূপান্তরকামীদের প্রতি আমাদের ভাবনায় কোনো পরিবর্তন এসেছে কি? আজকের আধুনিক যুগে দাঁড়িয়েও রূপান্তরকামীদের এখনও তাদের অধিকারের জন্য লড়াই করতে হয়।

আজ যে লড়াই লড়ছেন টলিউড (Tollywood) অভিনেত্রী সুজি ভৌমিক (Suji Bhoumik)। সুজি একজন রূপান্তরকামী (Transgender)। ইতিমধ্যেই বেশকিছু বাংলা সিরিয়ালে (Bengali Serial) দেখা গেছে তাকে। জি বাংলার (Zee Bangla) ফিরকি (Phirki) ধারাবাহিকে রানী মাসির চরিত্রে দেখা মিলেছিল তার।

এরপর তাকে দেখা গিয়েছিল, লীনা গাঙ্গুলীর ‘এক্কাদোক্কা’ সিরিয়ালে। সেখানে এক নার্সের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তবে এতকিছুর পরেও বিনোদন জগত থেকে হতাশা ছাড়া আর কিছুই পাননি তিনি। হাতে গোনা কয়েকটি প্রোজেক্ট ছাড়া আর কোনো কাজ তিনি পাননি। আর সম্প্রতি এই নিয়েই মুখ খুললেন অভিনেত্রী।

টলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,সুজি ভৌমিক,রূপান্তরকামী,অভিনয়,বাংলা ধারাবাহিক,টেলিভিশন,Tollywood,Entertainment,Gossip,Transgender,Acting,Bengali Serial,Television,Controversy,Suzi Bhowmik

প্রসঙ্গত উল্লেখ্য, সুজি কিন্তু কোনো আনাড়ি অভিনেত্রী নন। ছোটবেলা থেকেই অভিনয়ের তালিম নিয়েছেন‌ তিনি। সেই সুবাদে অভিনয়টা ভালোই পারেন। তবুও মিলছেনা অভিনয়ের সুযোগ। ইন্ডাস্ট্রিতে থেকে সৎ পথে রোজগার করতে চেয়েও রূপান্তরকামী হওয়ায় নাকি তাকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না।

আর এই কারণেই নাকি তাকে কলকাতা ছেড়ে ফিরে আসতে হয়েছে নিজের শহর বহরমপুরে। সম্প্রতি এই নিয়ে নিজের ক্ষোভ উগরে তিনি লেখেন, “আজ আমি ট্রান্সজেন্ডার বলে অভিনয় জগতে কোনও দাম নেই, কাজও নেই। আমার জীবনে সবথেকে বড় ভুল অভিনয় করে সৎ ভাবে করে খাওয়ার চেষ্টা করেছিলাম।”

টলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,সুজি ভৌমিক,রূপান্তরকামী,অভিনয়,বাংলা ধারাবাহিক,টেলিভিশন,Tollywood,Entertainment,Gossip,Transgender,Acting,Bengali Serial,Television,Controversy,Suzi Bhowmik

এরপর একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “২০১৪ সালে ট্রান্সজেন্ডারদের অধিকারের বিল পাস হয়। তৃতীয় লিঙ্গের মানুষজনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু এখনও আমাদের জন্য কাজ নেই।” সুজির আক্ষেপ, সমাজ মুখেই সমানাধিকারের কথা বলে। কিন্তু সবটাই লোকদেখানো।

Avatar

Moumita

X