Koushik Dutta

‘৬৮ সাল থেকে রাম মন্দিরের জন্য জল মাটি সংগ্রহ করেছেন দুই ভাই, ঘুরেছেন দেশে-বিদেশে

১৫০ টার বেশি পবিত্র নদী থেকে জল সংগ্রহ করেছেন জীবনভর। রাম মন্দির নির্মাণের কাজে লাগবে এই একমাত্র ইচ্ছা দুই ভাইয়ের। রাধে শ্যাম পান্ডে এবং বিশিষ্ট শব্দ বিজ্ঞানী মহাকবি ত্রিফলার। “সেই ১৯৬৮ সাল থেকে ঘুরছি আমরা। ১৫১ টা নদী থেকে জল সংগ্রহ করেছি। ৮ টা বড় নদী, ৩ টি সাগর। শ্রীলঙ্কার ১৬টা জায়গা থেকে জোগাড় করেছি মাটি”, বললেন রাধে শ্যাম পান্ডে।