উড়ন তুবড়ি,জি বাংলা,ধারাবাহিক,বোধিসত্ত্বের বোধবুদ্ধি,যমুনা ঢাকি,Udan Tubdi,Serial,Bodhisattwor Bodhbudhdhi,Yamuna Dhaki

Moumita

মাত্র তিন মাসেই দু-দুবার স্লট বদল, জ্বলে ওঠার আগেই নিভে গেলো উড়ন তুবড়ি, আসছে নতুন ধারাবাহিক

কপালটা ভালো যাচ্ছেনা ‘উড়ন তুবড়ি’র। তিন মাস যেতে না যেতেই দু-দুবার স্লট পরিবর্তন। বেচারা ‘তুবড়ি’ জ্বলার আগেই নিভে যাচ্ছে বারবার। তবুও স্লট পরিবর্তন করেও টিআরপি টেনে তুলতে পারছেনা বেচারা। কিছুদিন ধরেই নতুন ধারাবাহিক ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’র আগমনের জল্পনা তো চলছিলোই। যমুনা ঢাকি শেষ হলে সেই সময়ে শুরু হবে ‘বোধিসত্বর বোধবুদ্ধি’ এমনটাই শোনা যাচ্ছিলো এতদিন।

   

তবে এবার সবাইকে চমকে দিয়ে চ্যানেল কর্তৃপক্ষের থেকে জানানো হলো যমুনা ঢাকি নয় বরং উড়ন তুবড়ির জায়গায় সম্প্রচারিত হবে শিশু কেন্দ্রীক এই নতুন ধারাবাহিক। জি বাংলার পর্দায় এবার থেকে রাত ১০ টায় দেখা যাবে ‘বোধিসত্বর বোধবুদ্ধি’ অপরদিকে শোনা যাচ্ছে ‘যমুনা ঢাকি’র জায়গায় রাত ১০.৩০টায় ঠেলে দেওয়া হবে এই ‘উড়ন তুবড়ি’কে।

‘আমি ফুলঝুড়ি নই কালিপটকাও নই, আমি তুবড়ি। একবার জ্বললে সহজে নিভি না’, এই প্রতিশ্রুতি নিয়ে পথ চলা শুরু করলেও বিশেষ জ্বলে উঠতে দেখা গেলোনা ‘তুবড়ি’কে। দর্শক টানতে সক্ষম না হওয়ায় তিন মাস সম্পূর্ণ হতে না হতেই দু-বার এই সিরিয়ালের স্লট বদলে দিল চ্যানেল কর্তৃপক্ষ।

এর আগেও সন্ধ্যা ৬ টার স্লট থেকে সরিয়ে রাত ১০ টার স্লট দেওয়া হয়েছিলো ধারাবাহিকটিকে, তাতেও কাজ না হওয়ায় আবারও পরিবর্তন। আগামী ৪ঠা জুলাই থেকে রাত ১০টায় দেখা যাবে ‘বোধিসত্বর বোধবুদ্ধি’। অর্থাৎ এবার পর্দায় সামনাসামনি হবে ‘উড়ন তুবড়ি’ এবং ‘বৌমা একঘর’ অপরদিকে ‘বোধিসত্বর বোধবুদ্ধি’ এবং ‘গঙ্গারাম’।