Arijit

গতিবৃদ্ধি নয় বরং দেশকে জেতানোই লক্ষ্য উমরানের, জানালেন নিজেই

আইপিএলে ভয়ঙ্কর গতিতে বল করে সাড়া বিশ্বের নজর কেড়েছিলেন উমরান মালিক। তার ভয়ঙ্কর গতির বল খেলতে গিয়ে অনেক তাবর তাবর ব্যাটসম্যানরাও সমস্যায় পড়েছিল। গতির জন্যই অল্প কয়েক দিনের মধ্যেই সকলেই নজরে চলে আসেন উমরান মালিক।

   

তবে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ দাবি করেছিলেন শুধু গতি বাড়ালেই হবে না বলের লাইন এবং লেন্থ সঠিক করতে হবে। নাহলে উমরান 156 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করলে ব্যাটাররা তাঁর বল 256 কিলোমিটার গতিতে বাউন্ডারিতে পাঠাবেন।

এবার যেন সেই চিন্তায় নিজের মধ্যে আনলেন উমরান মালিক। উমরানের সামনে শোয়েব আখতারের 161 কিলোমিটার গতির রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও গতি বৃদ্ধির কথা ভাবছেন না তিনি। উমরান বলেছেন, ‘‘রেকর্ডের কথা ভাবছি না। ভাল বল করার চেষ্টা করছি। ধারাবাহিক ভাবে সঠিক জায়গায় বল রাখার চেষ্টা করছি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশকে জেতানোই এখন একমাত্র লক্ষ্য।”