নিউজশর্ট ডেস্কঃ ভারতের তৃতীয় সবচেয়ে বড় টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া(Vodafone-Idea)। যদিও জিও(Jio) আসার পরে মার্কেটে প্রতিযোগিতায় টিকতে নাকানিচোবানি খাচ্ছে এই সংস্থা। তবুও এখনো পর্যন্ত জারি রেখেছে লড়াই। ফের আবার গ্রাহকদের মন জয় করতে নতুন প্ল্যান নিয়ে এসেছে ভিআই। কোম্পানির পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে Others ক্যাটাগরির অধীনে এই নতুন প্ল্যানগুলি যোগ করা হয়েছে।
চলুন তাহলে এই নতুন প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক-
১) এই প্ল্যানে গ্রাহকেরা প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। এর সাথে প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস-র সুবিধা ছাড়াও রয়েছে আনলিমিটেড কলিং। এর সাথেই SonyLiv সাবস্ক্রিপশন, বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার, ভিআই মুভিজ অ্যান্ড টিভি, হটস্টার সাবস্ক্রিপশন, ডেটা ডিলাইটস এগুলি দেখতে পাবেন। এই প্ল্যানের বৈধতা থাকবে ৯০ দিন। এর জনুও গ্রাহককে খরচ করতে হবে ১,১১১ টাকা।
২) এতে গ্রাহকেরা প্রতিদিন জিবি করে ডেটা পাবেন। এর সাথে প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস-র সুবিধা ছাড়াও রয়েছে আনলিমিটেড কলিং। এর সাথেই SonyLiv সাবস্ক্রিপশন, বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার, ভিআই মুভিজ অ্যান্ড টিভি, হটস্টার সাবস্ক্রিপশন, ডেটা ডিলাইটস এগুলি দেখতে পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ৯৩ দিন। এর খরচ মূল্য ১,১১২ টাকা।
৩) এই প্ল্যানে গ্রাহকেরা তিদিন জিবি করে ডেটা পাবেন। এর সাথে প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস-র সুবিধা ছাড়াও রয়েছে আনলিমিটেড কলিং। এর সাথেই SonyLiv সাবস্ক্রিপশন, বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার, ভিআই মুভিজ অ্যান্ড টিভি, হটস্টার সাবস্ক্রিপশন, ডেটা ডিলাইটস এগুলি দেখতে পাবেন। এই প্ল্যানের বৈইধতা থাকবে ৩৬৫ দিন। এর খরচ মূল্য ৪,২১৯ টাকা।