Arijit

আজ সচিন-ধোনির অক্ষত রেকর্ড ছোঁয়ার লক্ষ্যে নামছে বিরাট

আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। আর এই ম্যাচে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সামনে বড় নজির গড়ার হাত হাতছানি। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ছোবার হাতছানি বিরাট কোহলির সামনে।

   

আজ ঘরের মাঠে 100 টি ওয়ানডে ম্যাচ খেলার হাতছানি রয়েছে বিরাট কোহলির সামনে। খুব বেশি ভারতীয় ক্রিকেটার 100 টি ওয়ানডে ম্যাচ খেলে নি। মাত্র পাঁচজন ভারতীয় ক্রিকেটার ঘরের মাঠে 100 টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তারা হলেন মোহাম্মদ আজহারউদ্দিন, সচিন তেন্দুলকার, এমএস ধোনি, যুবরাজ সিং। এবার বিরাট কোহলির কাছে এই নজির গড়ার হাতছানি।

ইতিমধ্যে ঘরের মাঠে 99 টি একদিনের ম্যাচ খেলে ফেলেছেন বিরাট কোহলি। অর্থাৎ আজকের ম্যাচ খেলে ধোনি, শচীনদের রেকর্ড স্পর্শ করে ফেলবেন কোহলি। ঘরের মাঠে শচীন খেলেছেন 164 টি একদিনের ম্যাচ, ধোনি খেলেছেন 127 টি একদিনের ম্যাচ, মোহাম্মদ আজহারউদ্দিন খেলেছেন 113 টি একদিনের ম্যাচ, যুবরাজ খেলেছেন 108 টি একদিনের ম্যাচ।
এই 99 টি এক দিনের ম্যাচে 5002 রান করেছেন কোহলী। গড় 59.54। ঘরের মাটিতে এক দিনের ক্রিকেটে মোট 19টি শতরান রয়েছে কোহলীর। অর্ধশতরান 25টি।