Arijit

ক্যাপ্টেন্সি হারানো, মনোমালিণ‍্য, বিতর্ক! আজ সাংবাদিক সম্মেলনে অগ্নিপরীক্ষা কোহলির

আর কয়েক দিন পরই শুরু হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। আগামী 26 শে ডিসেম্বর এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বার টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে 16 ই ডিসেম্বরই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবে বিরাট কোহলির টিম ইন্ডিয়া।

   

বর্তমানে ভারতীয় ক্রিকেটের যা পরিস্থিতি তাতে এই দিনটি ভারতীয় ক্রিকেটের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ 15 ই ডিসেম্বর অর্থাৎ আজকের দিনটি। কারণ নিয়মমাফিক আজ সাংবাদিক সম্মেলনে বসবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নিয়ম অনুসারে প্রত্যেকটি বিদেশ সফরে উড়ে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলন করেন ভারতের অধিনায়ক ও কোচ।

অধিনায়কত্ব থেকে বিনা কারণেই সরিয়ে ফেলা, ভারতীয় বোর্ডের সঙ্গে মনোমালিন্য, দলের অনুশীলনে অনুপস্থিত, নতুন অধিনায়ক রোহিত শর্মা; বিভিন্ন বিতর্ক এই সময় বিরাট কোহলির চারিপাশে ঘোরাঘুরি করছে। আর এই সাংবাদিক সম্মেলনে এই সমস্ত প্রশ্ন যে বিরাট কোহলির দিকে ধেয়ে আসবে তা বলাই বাহুল্য।

ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর এখনো পর্যন্ত কোন কথা বলেননি বিরাট কোহলি। নিজের মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। তবে এবার সাংবাদিক সম্মেলনে বিরাটকে যে এই সমস্ত বিষয়ে কথা বলতেই হবে। আর তাই আজকের এই সাংবাদিক সম্মেলন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে।