Arijit

সামির পাশে দাঁড়ানোয় বিরাটের ছোট্ট মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হল, অভিযুক্ত পাকিস্তানী?

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ভারতের 10 উইকেটে হারের পর সবথেকে বেশি সমালোচিত হতে হয়েছিল ভারতীয় পেসার মহম্মদ সামিকে। সেই ম্যাচে হারের পর ভারতীয় সমর্থকদের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল মহম্মদ সামিকে নিয়ে। তবে সেই সময় মহম্মদ সামির পাশে দাঁড়িয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড এবং অধিনায়ক বিরাট কোহলি। এবার মহম্মদ সামির পাশে দাঁড়ানোর শাস্তি পেলেন অধিনায়ক বিরাট।

   

নিউজিল্যান্ড ম্যাচের আগে মহম্মদ সামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের তীব্র ভাষায় জবাব দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর সেই অপরাধে বিরাটের দশ মাসের ছোট্ট মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হল।

এই ঘটনার পর অনেকে ভেবেছিলেন এই জঘন্য ঘটনা হয়তো ঘটিয়েছে কোন পাকিস্তানী টুইট ব্যবহারকারী কিন্তু পরে জানা যায় এই জঘন্য ঘটনার পেছনে রয়েছে এক দক্ষিণ ভারতীয় টুইট ব্যবহারকারী। তবে ওই টুইটার অ্যাকাউন্ট এর প্রোফাইল ফটোতে পাকিস্তানের জার্সি পরা এক মহিলা ক্রিকেটারের ছবি ছিল। ইতিমধ্যেই ওই টুইট ব্যবহারকারীর খোঁজ শুরু করেছে পুলিশ।