12GB RAM এবং 50MP ক্যামেরা, ফের জলের দামে ফোন লঞ্চ করে মার্কেট কাঁপালো Vivo Y78t

নিউজশর্ট ডেস্কঃ সস্তায় ভালো ফোন দেবার জন্য বিখ্যাত Vivo। বারংবার নানান সময় তারা কম দামে নিয়ে এসেছেন ভালো ফোন। অল্প দামে ভালো বৈশিষ্ট্যযুক্ত তাদের ফোনগুলি সর্বদাই নজর কেড়েছে মানুষের। সেই জন্যেই তাদের কোম্পানির ফোন সারা বিশ্বে জনপ্রিয়। আর এবারে ফের এক নতুন ফোন লঞ্চ করে চমক দিল তারা।

Vivoর নতুন এই ফোন এখন শুধুমাত্র লঞ্চ করা হয়েছে চীনে। যেহেতু Vivo-র হোমমার্কেট চীন সেহেতু এই ফোন প্রথম লঞ্চ করা হয়েছে চীনেই। ভিভো তাদের y সিরিজের ফোনের তালিকায় নতুন এই ফোনটি লঞ্চ করেছে। আগামী কিছু দিনের মধ্যে এই ফোনটি অন্যান্য দেশের মার্কেটেও পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। বাজেট রেঞ্জের এই ফোনে রয়েছে নানান আকর্ষণীয় বৈশিষ্ট্য, যেমন 6.64 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন, স্ন্যাপড্রাগন প্রসেসর ও 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ইত্যাদি। আসুন এবারে এক নজরে জেনে নিই এই ফোনের বৈশিষ্ট্য সম্পর্কে।

নতুন Vivo Y78t ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটিতে রয়েছে 12GB RAM + 256GB ইন্টারনাল । মেমোরি এর দাম রাখা হয়েছে 1499 ইউয়ান অর্থাৎ প্রায় 17,000 টাকা। আগামী 22 অক্টোবর থেকে চীনে এই ফোনটি সেল করা হবে। বিশেষ এই ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং গ্রীন কালারে লঞ্চ করা হয়েছে।

Vivo Y78t এর বিশেষ বৈশিষ্ট্য

ডিসপ্লে: এই ফোনে 6.64 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশরেট, 1080 x 2388 পিক্সেল রেজলিউশন এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।

প্রসেসর: ফোনটিতে সুন্দর পারফরমেন্সের জন্য কোম্পানি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট যোগ করেছে।

স্টোরেজ: এই ফোনে 12GB RAM এর সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: Vivo Y78t তে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি রয়েছে।

এছাড়াও এই Vivo Y78t ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm অডিও যাক, জিপিএস, ডুয়েল সিম 4G, ওয়াইফাই এবং ইউএসবি টাইপ সির মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে। এবং এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 3.0 যোগ করা হয়েছে।

Avatar

Papiya Paul

X