Weather Update

Weather Update: আর শীত নয়, বাড়বে গরম! ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়! আবহাওয়ার বড়সড় আপডেট

নিউজশর্ট ডেস্কঃ রাজ্যে শীতের একেবারেই দেখা নেই। বড়দিন পেরিয়ে গেলেও এখনো কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে না রাজ্যবাসীর। আর এই শীত না থাকার জন্য সেভাবে আনন্দ উপভোগ হয়নি আমজনতার। এবার নববর্ষের দিন কেমন থাকবে আবহাওয়া(Weather Update)? এটাই জানার ইচ্ছে রয়েছে সকলের মধ্যে।

এর পাশাপাশি ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার দাপট কবে বাংলা থেকে সরবে? আদৌ কি আর বাংলায় শীত পড়বে?এরকম নানা প্রশ্ন জাগছে রাজ্যবাসীর মনে। এবার আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যা শুনে চমকে যাবেন আপনিও।

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে এখন আর কনকনে ঠান্ডা পড়বে না। বড়দিনের পর তাপমাত্রা নিচের দিকে নামার সম্ভাবনা থাকলেও ঘটেছে তার উল্টোটা। এক ধাক্কায় শহর কলকাতার পারদ ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছে। আর এর ফলে মনে করা হচ্ছে নতুন বছরেও তাপমাত্রা গরম থাকবে।

Weather Update

আরও পড়ুন: West Bengal Government: নতুন বছরে বিরাট ধামাকা! পড়ুয়াদের জন্য চালু বিশেষ ব্যবস্থা, মিলবে একাধিক সুবিধা

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। এই শীতের মধ্যেও গরম অনুভূত হবে মানুষের। এই রাজ্য থেকে শীত চলে যাওয়ার মূলত কারণ হিসেবে মনে করা হচ্ছে বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝা চোখ রাঙাচ্ছে।

South Bengal

এর সরাসরি প্রভাব বাংলাতে এসে পড়ছে। এর ফলে এই শীত বাংলা থেকে কার্যত পালিয়ে গিয়েছে। আগামী দিনেও এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Avatar

Papiya Paul

X