why did manna dey always waer kashmiri tupi reason behin

বাঙালি হয়েও পরতেন কাশ্মীরি টুপি, মান্না দে’র এই স্টাইল স্টেটমেন্টের পিছনের কারণটা জানেন?

নিউজশর্ট ডেস্কঃ Story Behind why Manna Dey always had Kashmiri Tupi:  শুধু বাংলা নয়, ভারতীয় সংগীত(Indian Music) জগতের  কিংবদন্তী সংগীত শিল্পী হলেন মান্না দে(Manna Dey)। তার কণ্ঠস্বর ভুলবেন না কেউ। ৫০-৬০ দশকের ভারতীয় সংগীত দুনিয়ায় দাপিয়ে গান গেয়ে গেয়েছেন এই বাঙালি গায়ক। তার এক একটি গান এখনো দর্শকদের মনে বিরাজমান। শুধু অনুরাগী নয়, সংগীত জগতের জনপ্রিয় গায়ক-গায়িকারাও তার গানের অন্ধভক্ত ছিলেন।

তার গানে যেমন ছিল ভালবাসার সুর, ঠিক তেমনি বেদনার সুরও ছিল। তাই যেকোনো পরিস্থিতিতেই একদম পারফেক্ট মান্নাদের গলার গান। তার সেই ক্লাসিক গান ‘কফি হাউজের সেই আড্ডা’ আজও ভোলেননি বাঙালি। তবে আজকে শুধু তার গান নিয়ে নয়, তার জীবনের একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে আপনাদেরকে জানাবো। আপনারা সকলেই হয়তো মান্নাদের ট্রেডমার্ক ‘কাশ্মীরি টুপি'(Kashmiri Tupi) দেখেছেন।

তিনি যখন গান গাইতেন তখন তার মাথায় এই টুপি দেখা যেত। যেকোনো সময় যেকোনো অনুষ্ঠানেই তিনি এই কাশ্মীরি টুপি পড়ে থাকতেন। আর তার এই কাশ্মীরি টুপি একসময় হয়ে উঠেছিল ‘মান্না দের স্টাইল’। এর পেছনে কিন্তু এক অজানা কাহিনী রয়েছে। আপনি জানলে অবাক হবেন এই কাশ্মীরি টুপি প্রথম থেকে মান্নাদের স্টাইল স্টেটমেন্ট ছিল না। এর পেছনে একটি দুর্দান্ত কাহিনী রয়েছে।

একবার ডিসেম্বর মাসে কাশ্মীরে একটি সঙ্গীত অনুষ্ঠান করতে গিয়েছিলেন মান্না দে। সেখানে সে সময় তুষারপাত হচ্ছিল। তখন তিনি মঞ্চ উঠে কি গান গাইবেন ঠান্ডায় থরথর করে কাঁপছেন। মান্না দে তার আত্মজীবনীতে লিখেছেন, ‘মঞ্চে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি ভাবছিলাম, গান কিভাবে গাইবো। একটা গান শুরু করতেই আমি উপলব্ধি করেছিলাম ঠান্ডায় আমি এতটাই কাবু হয়ে পড়েছি যে ঠিকভাবে সুর লাগাতে পারছি না।’

সেই সময় তার এই অবস্থা দেখে তাকে সাহায্য করেছিলেন এক অনুরাগী। তিনি তাকে এই কাশ্মীরি টুপি পরতে বলেছিলেন কারণ এটি পরে  নিলে তিনি আরাম পাবেন। মান্না দে তার আত্মজীবনীতে লেখেন সেই সময় সেই টুপি পড়ে সত্যিই তিনি আরাম পেয়েছিলেন এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন।

এরপর গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন তিনি। তারপর সেই টুপি আর কখনো নিজের কাছছাড়া করেননি মান্না দে। শুধু উপহার হিসেবে নয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে সব সময় মাথায় বয়ে নিয়ে গেছেন এই টুপি। এই কাশ্মীরি টুপি হয়ে উঠেছিল মান্নাদের স্টাইল স্টেটমেন্ট।

Avatar

Papiya Paul

X