একাধিকবার ভেঙেছে সম্পর্ক, সালমানের প্রেম না টেকার কারণ ফাঁস করলেন বাবা সেলিম খান

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর হলেন সালমান খান। বয়স কবে ৫০ পেরিয়ে গেছে, কিন্তু এখনও নিজের জন্য পাত্রী খুঁজে পাননি এই হ্যান্ডসাম অভিনেতা। সালমানের কপালে টাকা-পয়সা, ধনদৌলত সব জুটলেও জোটেনি বৌ। একের পর এক সুন্দরী অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তাঁর প্রেমিকার তালিকা বিরাট লম্বা। বিশ্বসুন্দরী ঐশ্বর্য থেকে ক্যাটরিনা, এদের প্রেমে হাবুডুবু খেয়েও বিয়ে পর্যন্ত গড়ায়নি সেই সম্পর্ক।

এতদিন হয়ে গিয়েও এখনও কেন বিয়ের পিঁড়িতে বসলেন না সালমান? তাহলে কি সারাজীবন চিরকুমার থেকে যাবেন তিনি? এরকম নানা প্রশ্ন ঘরে তাঁর অনুরাগীদের মধ্যে। কিন্তু তিনি সেইসব নিয়ে মাথা ঘামান না। শোনা যাচ্ছে, বিদেশী মডেল লুলিয়া ভান্তুরের সাথে সম্পর্কে আছেন সালমান। যদিও নিজের মুখে কিছুই জানাননি তিনি। তবে এবার মুখ খুললেন সালমানের বাবা সেলিম খান।

ফারাহ খানের শো ‘মেরে বিচ’-এ গিয়ে সালমানের বিয়ে না করার কারণ ফাঁস করেছেন তিনি। সেদিনের শো-এ গিয়ে অনেক বিষয়ে কথা বলেছিলেন তিনি। সালমানের মায়ের জন্যই নাকি বিয়ে হয়নি তাঁর। কারণ নিজের গার্লফ্রেন্ডের মধ্যে নাকি নিজের মাকে খুঁজতেন সালমান। আর এই কারণের জন্যই মেয়েরা তাঁকে ছেড়ে চলে যেত বলে মনে করেন সেলিম খান। আসলে মজার ছলেই এই কথা বলেছেন তিনি।

এরপর তিনি এও জানান, সালমানের মায়ের মতো তাকে কেউই ভালোবাসা দিতে পারবে না। সালমান যদি সব গার্লফ্রেন্ডের মধ্যে নিজের মাকে খুঁজতে থাকে তাহলে তো সে পালাবেই। তবে সালমানের ফ্যানেরা নাছোড়বান্দা। সালমানকে বিয়ে দিয়েই ছাড়বেন। আর তাই সালমানের সঙ্গে বিভিন্ন অভিনেত্রীর বিয়ের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেন তাঁরা। কয়েকদিন আগেই ভিকির জায়গাতে সালমানকে বসানো ছবি ভাইরাল হয়েছিল।

Papiya Paul

X