শুরু হয়ে গেছে আমের মরশুম। খুব কম মানুষই আছেন যারা আম খেতে পছন্দ করেন না। কারণ আম হল ফলের রাজা। ভিন্ন ভিন্ন প্রকৃতি ও প্রায় ১৫০০টিরও বেশি জাত রয়েছে এই ফলের এবং যার সবগুলিই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। হিমসাগর, আম্রপালি, ফজলি, মল্লিকা, স্বাদে বাহারে অতুলনীয় এই আমগুলির নাম তো আমরা প্রায় সবাই জানি। আমাদের দেশে যত্রতত্র দেখতে পাওয়া যায় এই আম গাছ। তবে জানেন কি এগুলি ছাড়াও আরও এক প্রকারের আম রয়েছে যা খাওয়া তো দূর দাম শুনলেই চোখ ছানাবড়া হবে আপনার। শুধু তাই নয়, এই আমকে কিনা পাহারা দেবার জন্য রয়েছে কুকুর এবং বন্দুকধারী গার্ড!
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে, একটা গোটা আমবাগান পাহারা দেওয়ার জন্য রয়েছে ১২ টি কুকুর এবং তার সাথে বন্দুকধারী গার্ড। কিন্তু ঠিক কী কারণে একটা আম গাছ পাহারা দেওয়ার জন্য বন্দুকধারী পাহারাদারের প্রয়োজন পড়লো। মিডিয়া সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অবাক করা এই ঘটনা ঘটেছে, মধ্যপ্রদেশের জব্বলপুরে। জব্বলপুরের বাসিন্দা সংকল্প সিং নিজের প্রায় সাড়ে ১২ একর জমির ওপর আম বাগান বানিয়েছেন তিনি।
তবে এ কোনো সাধারণ আম নয়। এই আমের নাম ‘তাইও নো তামাগো’। জন্মসূত্রে এটি জাপানি হলেও ভারতের মাটিতে যেন এর স্বাদ এবং বাহার যেন আরো খেলেছে। সুদূর জাপান থেকে এই আমের চারা অনিয়েছেন সংকল্প। তারপর নিজের বাগান ভরিয়েছেন তিনি। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই আমের দাম এবং ওজন। মাত্র একটি আমের ওজন প্রায় এক কেজি এবং ভারতীয় মূদ্রায় যার দাম প্রায় আড়াই লক্ষ টাকা।
দাম শুনেই বুঝতে পারছেন কেউ যদি একটা আমও হাতিয়ে নিতে পারেন তাহলেই সে লাখপতি। আর এই কারণেই চুরির সম্ভাবনাও প্রবল। আর এই চুরির ভয় থেকেই বাগান পাহারার জন্য বন্দুকধারী গার্ড মোতায়েন করেছেন সংকল্প। এছাড়াও তার বাগান পাহারায় রয়েছে ১২ টি কুকুর। দিনে গার্ড এবং রাতে ১২ টি কুকুর পাহারা দেয় এই ব্যায়বহুল আমগাছগুলিকে। স্বাভাবিক ভাবেই আড়াই লক্ষ দামি আম গাছ দেখার জন্য সারাদিন বহু মানুষের ভিড় জমে যায় বাগানের সামনে, যদিও বাইরে থেকে বাগান দেখার অনুমতি দিয়ে রেখেছে সংকল্প। এই প্রসঙ্গে সংকল্প জানিয়েছেন, এই ব্যায়বহুল আম জাপানে আড়াই লক্ষ টাকা প্রতি কেজি বিক্রি হলেও ভারতে ঐ দাম পাওয়া সম্ভব হয়না। ভারতে তিনি কমবেশি ৫০ হাজার টাকায় একটি আম বিক্রি করে থাকেন। আর এই আম এক কেজিতে একটিই ওঠে।