Indian Railway

Additiya

টিকিট ছাড়া আপনিও করতে পারেন রেল যাত্রা! শুধু মানতে হবে এই নিয়মগুলি

দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাতায়াতের জন্য সাধারণত ট্রেনেই (Indian Railway) ভরসা রাখেন ভারতবাসী (Indian)। ট্রেনে সফর করলে একদিকে যেমন পকেটের কড়ি কম খসাতে হয় তেমনই বজায় থাকে স্বাচ্ছন্দ্য। এমন অনেকেই আছেন যারা নিত্যদিন ট্রেনে চড়েই যাতায়াত করেন অফিস কিংবা স্কুল-কলেজে। আর যারা ট্রেনে যাতায়াত করতে ভালোবাসেন তারা যদি জানলার ধারে বসার সুযোগ পান তাহলে তো আর কথাই নেই।

   

ট্রেনে নিত্যদিন যাতায়াত করলেও আমরা অনেকেই জানি না যে, ভারতীয় রেল আজ এশিয়ার দ্বিতীয বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং গোটা পৃথিবীর মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে ভারতীয় রেল। ভারতে রেলওয়ে ট্র্যাকগুলি প্রায় ৯২,০৮১ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এছাড়া যাত্রীদের সুবিধার জন্য ভারতে রয়েছে ৮,৫০০ রেলওয়ে স্টেশন। আর এই স্টেশন গুলি থেকে প্রতিদিন প্রায় ২২ মিলিয়ন মানুষ যাতায়াত করেন।

দূরপাল্লার ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে মাঝেমধ্যে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। অনেক সময় হঠাৎ করে বহু মানুষকে ভ্রমণ করতে হয় ট্রেনে। আর সে ক্ষেত্রে মেলেনা টিকিট। এতে সমস্যায় পড়তে হয় যাত্রীকে। এমন পরিস্থিতিতে কি বিনা টিকিটেই ট্রেনে যাতায়াত করা যায়? এই প্রশ্ন ঘুরপাক খায় সকলের মনে। তবে আর চিন্তা নেই। রেলের এই নিয়মটি জানলে বিনা টিকিতেও আপনি করতে পারবেন ট্রেনে
সফর।

ভারতীয় রেল,টিকিট,টিটিই,Indian Railway,Train,Ticket,TTE

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, ট্রেনের টিকিট না থাকলে সফর করতে পারবেন না আপনি। কোনভাবে যদি ট্রেনে উঠেও পড়েন তাহলে দিতে হবে আর্থিক জরিমানা। এমনকি জেল যাত্রাও করতে হতে পারে। তবে রেলের একটি নিয়ম মেনে চললে জেলযাত্রা বা জরিমানা কোনটাই হবে না আপনার।

কেবলমাত্র প্ল্যাটফর্ম টিকিট কেটে দূরপাল্লার ট্রেনে চড়তে পারবেন আপনি। তবে এক্ষেত্রে মানতে হবে বেশ কিছু নিয়ম। জরিমানা কিংবা কারাদণ্ডর হাত থেকে বাঁচতে হলে সেই প্ল্যাটফর্ম টিকিট নিয়েই চলে যান TTE-র কাছে। তাঁকে জানান হঠাৎ করেই যাত্রা করতে হচ্ছে আপনাকে। এরপর টিকিট কাটতে তিনি সাহায্য করবেন। এর জন্য টিকিটের দামের পাশাপাশি অতিরিক্ত ২৫০ টাকা জরিমানা দিতে হবে TTE-কে।