নিউজ শর্ট ডেস্ক: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ভক্তিমূলক সিরিয়াল ‘গৌরী এলো’ (Gouri Elo)। আগেই খবর মিলেছিল খুব তাড়াতাড়ি সফর শেষ হবে এই সিরিয়ালের। পরিবর্তে আসছে জি বাংলার আরা দুটি নতুন সিরিয়াল। সদ্য শেষ হলো গৌরী এলোর অন্তিম পর্বের শুটিং। দু-তিন মাসে সিরিয়াল বন্ধের যুগে দাঁড়িয়ে মা ঘোমটা কালীর আশীর্বাদে দীর্ঘ এক বছর ন’মাসের বেশি সময় ধরে রমরমিয়ে চলেছে এই সিরিয়াল।
এই সিরিয়াল সিরিয়ালটি যারা শুরু থেকে দেখছেন তারা জানেন ধারাবাহিকের নায়ক নায়িকা ঈশান-গৌরী (Ishan-Gouri) হর পার্বতীর মানব রূপ। তাই ঈশ্বরের আশীর্বাদে ইতিমধ্যেই একাধিক অলৌকিক ঘটনার সাক্ষী দেখেছেন এই সিরিয়ালের দর্শক। ঈশান গৌরী ছাড়াও জনপ্রিয়তা পেয়েছেন এই ধারাবাহিকের আরও একাধিক চরিত্র। বিশেষ করে এই ধারাবাহিকের খলনায়িকা শৈল মা নানাভাবে নানা রূপে হাজির হয়েছেন টেলিভিশনের পর্দায়।
সারা জীবন তিনি নিজেকে দেবীর অংশ ভেবে একটার পর একটা অন্যায় করে এসেছেন। যদিও তার এই ভুলের জন্য একমাত্র দায়ী ছিলেন তার বাবা। সিরিয়ালের এখনকার পর্বে দেখা যাচ্ছে ছেলে মৈনাক কে সামনে পেয়ে অবশেষে বিরাট পরিবর্তন এসেছে শৈল মায়ের চরিত্রে। তাই এখন নিজের সমস্ত কু-কর্ম স্বীকার করে নিজেকে শুধরে নিয়েছেন শৈল মা।
গৌরী এলো সিরিয়ালে ঘোষাল বাড়ির ঘোমটা কালী খুবই জাগ্রত। তাঁর আশীর্বাদ পেতে বহু দূর থেকেছুতে আসেন ভক্তরা। তবে শুধু সিরিয়াল এই নয় বাস্তবেও এই ঘোমটা কালীর ওপর মহিমা। সিরিয়ালের সমস্ত কলা কুশলীদের মতে তাঁর মধ্যে সত্যিই রয়েছে কোন বিশেষ শক্তি। তাই সকলেই বলছেন তাঁদের সবাইকে মা ঘোমটা কালী অনেক কিছু দিয়েছেন।
তাই সিরিয়ালের অন্তিম পর্বে দেখা গেল গৌরী অভিনেত্রী মোহনা সিরিয়ালের মত বাস্তবেও মা কালীর ভীষণ ভক্ত। তাই সিরিয়ালের শেষ দিনে নিজেকে আর ধরে রাখতে পারেননি অভিনেত্রী। এদিন মাঘোমটা কালীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল অভিনেত্রীকে। দীর্ঘ দিনের এই সফরে সিরিয়ালের সমস্ত কলা অভিনেতা অভিনেত্রীদের কাছেই মা কালি হয়ে উঠেছিলেন একজন অভিভাবক।
আরও পড়ুন: ‘সন্ধ্যাতারা’র গল্প চুরির অভিযোগ, শুরুর আগেই বিপাকে জি বাংলার ‘মিঠিঝোড়া’
তাই সকলেই শুটিং শুরুর আগে মা কালীর আশীর্বাদ নিয়ে তবে নিজেদের কাজ শুরু করতেন। এছাড়া জানা যাচ্ছে এই সিরিয়ালে মা ঘোমটা কালীকে এভাবেই অক্ষত রেখে অন্য কোন সিরিয়ালে অন্য কোন রূপে নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে সিরিয়ালের নির্মাতাদের।