Bengali Serial,বাংলা সিরিয়াল,New Time,নতুন সময়,New Serial,নতুন সিরিয়াল,Zee Bangla,জি বাংলা

Moumita

নতুন ধারাবাহিক আসতেই রাতারাতি বদল পুরোনোদের স্লটে, রইল জি বাংলার সমস্ত ধারাবাহিকের নতুন টাইমটেবিল

বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল (Bengali Serial)। অবসর সময়ে মনের ক্লান্তি দূর করতে ভিন্ন স্বাদের সিরিয়ালগুলির জুড়ি মেলা ভার। স্টার জলসা থেকে জি বাংলা প্রতিটা চ্যানেলেই একগুচ্ছ সিরিয়াল সম্প্রচারিত হয় বিনোদনের উদ্দেশ্যে।

   

তবে সম্প্রতি একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে টেলি দুনিয়ায়। টিআরপি কমলেই বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়ালগুলি। নতুন পুরোনো ধোপে টিকছে কোনো সিরিয়ালই। আর বদলে আনা হচ্ছে নতুন নতুন সব গল্প কাহিনী। এই যেমন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে ‘পিলু’,’লালকুঠি’,’এই পথ যদি না শেষ হয়’, এর মতো অন্যতম জনপ্রিয় সব সিরিয়াল।

পাশাপাশি শেষের মুখে চলে এসেছে জি বাংলার আরও দুটি সিরিয়াল ‘উড়োন তুবড়ি’ আর ‘বোধিসত্বের বোধবুদ্ধি’। আর তারপরেই বেশ কিছু বদল এসেছে টাইম স্লটে। জি বাংলার অনেক গুলি ধারাবাহিকের সময় বদলে দিয়েছে নির্মাতারা। তাহলে চলুন দেখে নেওয়া যাক জি বাংলার এখনকার সিরিয়ালগুলোর সম্প্রচারের নতুন সময়।

প্রথমেই বলি ‘মিঠাই’র কথা। নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’কে জায়গা দিতে মিঠাই চলে গিয়েছে সন্ধ্যা ৬ টার স্লটে। আর ঠিক তারপরেই অর্থাৎ ৬.৩০ এ এসেছে ‘খেলনা বাড়ি’। এরপর প্রাইম স্লট অর্থাৎ সন্ধ্যা ৭ টার সময় দেখানো হচ্ছে জগদ্ধাত্রী। এবং পরের প্রোগ্রাম ‘গৌরী এলো’র সময় হচ্ছে ৭.৩০ টা।

এদিকে রাত ৮ টার প্রাইম টাইমে দেখানো হচ্ছে নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। শুরু থেকেই মোটামুটি ভালোই ফল করছে সিরিয়ালটি। এরপর রাত ৮.৩০ টার সময় সম্প্রচারিত হচ্ছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। যদিও আগামী ১৯ ডিসেম্বর থেকে এই সিরিয়ালের শ্লট ছিনিয়ে নেবে শ্রুতি দাসের নতুন সিরিয়াল ‘রাঙা বউ।

এবং তারপর ৯ টার সময় দেখা যাবে শ্বেতার নতু সিরিয়াল ‘সোহাগ জল’। ৯.৩০ এ স্বস্তিকা দত্তের নতুন ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’ এবং রাত ১০ টায় দেখা যাবে ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। তবে আগামী ১৯ ডিসেম্বর থেকে এই ধারাবাহিক বন্ধ হয়ে গেলে এই সময় আসবে ‘লক্ষী কাকিমা সুপারস্টার’