Papiya Paul

Cooking Gas: উজ্জ্বলা যোজনাকে টেক্কা! এবার এক্কেবারে বিনামূল্যে মিলবে রান্নার গ্যাস! নতুন প্রতিশ্রুতি TMC-র

নিউজশর্ট ডেস্কঃ এখন প্রত্যন্ত গ্রামের মানুষেরাও রান্নার গ্যাসে(Cooking Gas) রান্না করতে অভ্যস্ত হয়ে উঠেছেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উজ্জ্বলা যোজনার আওতায় এখন দেশের বাড়ি বাড়ি গ্যাস কানেকশন পৌঁছে দেওয়ার জন্য নানারকমের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

   

এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের মধ্যে দিয়ে সস্তায় রান্নার গ্যাস দেওয়ার পাশাপাশি রান্নার সিলিন্ডারের ওপরেও বিপুল পরিমাণে ভর্তকির ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রের এই প্রকল্প আজকের নয়, দীর্ঘ কয়েক বছর ধরেই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ।

তবে এবার এই প্রকল্পকে টেক্কা দিয়ে তৃণমূলের তরফ থেকে একটি নতুন ঘোষণা করতে দেখা গিয়েছে। বুধবার তৃণমূলের তরফ থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে। যেখানে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডার নিয়েও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

LPG Gas Cylinder

আরও পড়ুন: Online Payment: বদলে গেল Phone Pe, G Pay-র নিয়ম! RBI-র নিয়মে অনেক সুবিধা হবে গ্রাহকদের

যেখানে বলা হয়েছে যে বছরে ১০ টি করে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। এর জন্য এক টাকাও খরচ করতে হবে না। তবে এই সুবিধা সকলের জন্য নয়। বিপিএল তালিকাভুক্ত মানুষেরাই এই সুযোগ পাবেন। যেদিন থেকে ইন্ডিয়া জোট সরকার গড়বে সেদিন থেকেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
LPG Gas

এর পাশাপাশি আরো কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো-সমস্ত রেশন গ্রাহকদের ৫ কেজি করে বিনামূল্যে রেশন দেওয়া হবে এবং রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো হবে। পেট্রোল-ডিজেলের দাম কমানো হবে, বার্ধক্য ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে, দেশের সকল দরিদ্র পরিবারের জন্য পাকা বাড়ির নিশ্চিত করা হবে এবং দেশের সমস্ত জব কার্ড হোল্ডারদের ১০০দিনের কাজ নিশ্চিত করা হবে এবং আর ন্যূনতম মজুরি ৪০০ টাকা করা হবে।