Koushik Dutta

‘জয় শ্রী রাম’ খোদাই করা ১০০ ইট রাখা হয়েছে মন্দিরের বিশেষ স্থানে:অযোধ্যার পুরোহিত

সেই ১৯৮৯ সাল থেকে আশায় বসেছিলেন রাম ভক্তরা। পাঠিয়েছিলেন মন্দির নির্মাণের জন্য ইট। যার মধ্যে ৯ টি ইটকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। অযোধ্যায় এক পুরোহিত জানিয়েছেন, এরকম ২, ৭৫, ০০০ ইট রয়েছে ভক্তদের দেওয়া। যার মধ্যে থেকে ‘জয় শ্রী রাম’ লেখা ১০০টি ইট রাখা হচ্ছে মন্দির চত্বরের বিশেষ স্থানে।