জ্বর, গলা ব্যাথা, গা-হাতে ব্যাথা ইত্যাদি অনুভব করছিলেন কলকাতার ভবানীপুরের এক ব্যক্তি। সুরক্ষার কারণে নিজেকে আইসোলেট করে নিয়েছিলেন তিনি। কিন্তু করোনা পরীক্ষার কথা মনে হয়নি তার। অথচ দিন চারেক পর নিজে থেকেই সুস্থ হয়ে উঠছেন তিনি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে তিনি জানিয়েছে, ‘উপসর্গ হালকা থাকায় আর করোনা টেস্ট করাইনি। ১৪ দিন বাড়িতেই ছিলাম।’ তবে এক বেসরকারি ল্যাব থেকে অ্যান্টিবডি টেস্ট করার পর জানা গিয়েছে, ব্যক্তির দেহে প্রবেশ করেছিল করোনা।