Tata

Tata: টাটা Punch-কে টক্কর দিতে বাজারে মারুতি সুজুকির নতুন গাড়ি! ফিচার্স শুনলেই ঘুরবে মাথা

নিউজ শর্ট ডেস্ক: এবার টাটা পাঞ্চকে (Tata Punch) টক্কর দিচ্ছে মারুতি সুজুকি সুইফট ২০২৪ (Maruti Suzuki Swift 2024)। খুব তাড়াতাড়ি এর ব্র্যান্ড নিউ ভার্সন লঞ্চ করতে চলেছে মারুতি সুজুকি ইন্ডিয়া (Maruti Suzuki India)। এটি হবে জনপ্রিয় হ্যাচব্যাকের চতুর্থ ভার্সনের সংস্করণ। মে মাসের দ্বিতীয় সপ্তাহেই এটি বাজারে লঞ্চ করা হবে। Alto K-10,S-Presso,Celerio,WagonR,Ignis,Swift এবং Baleno-র মতো মডেল গুলি এনে হ্যাচব্যাক সেগমেন্টে মারুতি ইতিমধ্যেই প্রায় ৭০% আধিপত্য বিস্তার করে নিয়েছে।

সাধারণত কোন মারুতিই হ্যাচব্যাক স্ট্যান্ডার্ড  হিসেবে ছয়টি এয়ারব্যাগ পায় না। তবে নতুন মারুতি সুজুকি সুইফ্টের ক্ষেত্রে বদল আসতে পারে। সূত্রের খবর মারুতি সুজুকি সুইফট ২০২৪ স্ট্যান্ডার্ড হিসেবে ছয়টি এয়ার ব্যাগ সমেত পাওয়া যাবে। 

মারুতি সুজুকি সুইফট FY-24 এ 195,321 ইউনিট বিক্রি করেছে। যদিও কোন প্রতিদ্বন্দ্বী ব্রান্ডের কোন হ্যাচব্যাক-এর কাছাকাছি আসতে পারেনি।টাটা পাঞ্চ এছাড়াও ২০২৪ সালের মার্চ মাসে ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই গাড়িটি। 

টাটা পাঞ্চ,Tata Punch,মারুতি সুজুকি সুইফট ২০২৪,Maruti Suzuki Swift 2024,মারুতি সুজুকি ইন্ডিয়া,Maruti Suzuki India,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এছাড়া Hyundai Exter জুলাই ২০২৩ এর লঞ্চ করা হয়েছে। FY-24 ৭১,২৯৯ ইউনিটের বিক্রয় হয়েছে। মারুতি সুজুকি সুইফট নিরাপত্তা রেটিং সম্পর্কে বলতে গেলে এই গাড়িটি গ্লোবাল NCAP-তে প্রাপ্তবয়স্কদের সুরক্ষা এবং শিশু সুরক্ষা বিভাগের প্রতিটিতে মাত্র একটি স্টারসহ বেশ খারাপ পারফর্ম করেছে। তবে টাটা পাঞ্চ একটি ফাইভ স্টার সেফটি রেটেড গাড়ি। হুন্ডাই এক্সটার এবং হুন্ডাই গ্রান্ড আইটেন নিয়োস উভয়েই স্ট্যান্ডার্ড হিসেবে ছয়টি এয়ারব্যাগ  পায়।

আরও পড়ুন: এসি না থাকলেও নো টেনশন! ৪২ ডিগ্রিতেও এই পদ্ধতিতে ঘর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল!

ছয়টি এয়ার ব্যাগ ESC,EBD-সহ ABS এবং স্ট্যান্ডার্ড হিসেবে BA-র মত নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। তবে মারতি সুজুকি সুইফট ২০২৪ সেদিক দিয়ে আরো ভালো উন্নত প্রযুক্তি সম্পন্ন গাড়ি হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। নতুন মারুতি সুজুকি সুইফট ২০২৪ গাড়িটিতে বাহ্যিক  এবং আভ্যন্তরীণ উভয়ক্ষেত্রেই দুর্দান্ত আপডেট মিলবে। 

টাটা পাঞ্চ,Tata Punch,মারুতি সুজুকি সুইফট ২০২৪,Maruti Suzuki Swift 2024,মারুতি সুজুকি ইন্ডিয়া,Maruti Suzuki India,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এটিতে একটি নতুন গ্রিল, নতুন এলইডি হেডল্যাম্প,এবং নতুন একটি টেল ল্যাম্প এবং নতুন অ্যালয় হুইলসহ একটি নতুন ডিজাইন করা হবে। এই গাড়ির কেবিনের ভিতরে থাকবে টাচস্ক্রিন, ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ক্লাইমেট কন্ট্রোল ইউনিট। এছাড়া একটি ৩৬০° ক্যামেরাও থাকবে। সবমিলিয়ে আগামী দিনে এই নতুন গাড়িটি গাড়িপ্রেমীদের কাছে অন্যতম প্রথম পছন্দ হয়ে উঠতে চলেছে। 

Avatar

anita

X