“প্রধানমন্ত্রীকে আবেদন করব দ্রুত উপনির্বাচন করার নাহলে মুখ্যমন্ত্রী পদ চলে যাবে” মমতা বন্দ্যোপাধ্যায়

নন্দীগ্রাম বিধানসভায় শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজিত হওয়ার পরেও ছয় মাসের মধ্যে জিতে আসার শর্তে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আর তাই উপনির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার আবেদন করলেন মমতা। এইদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করে মমতা বলেন, “বর্তমানে করনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। করোনা সংক্রমনের হারও অনেকটা কমে গিয়েছে। এমন পরিস্থিতিতে উপনির্বাচন করে ফেলায় উচিত। আমি প্রধানমন্ত্রীকেও আবেদন করব যাতে দ্রুত উপনির্বাচন গুলি করে ফেলা হয়।” উল্লেখ্য, অক্টোবরের মধ্যে যদি উপনির্বাচন না হয় তাহলে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে মমতা ব্যানার্জিকে।

Avatar

Koushik Dutta

X