পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে আশানুরূপ ফলাফল করতে পারেনি বিজেপি। তার সত্ত্বেও বাংলার সংস্কৃতিকে নিজেদের সিলমোহর লাগানোর কর্মসূচি থেকে সরে আসছেন না নরেন্দ্র মোদী এবং তাঁর সরকার। সূত্রের খবর, পরাজয়ে দমে না গিয়ে বরং আগামী দিনে আরও বেশি করে বাংলার মনীষী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে চর্চা এবং তাঁদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে দেখা যাবে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে। রামমোহন রায় এবং ঋষি অরবিন্দ, সত্যজিৎ রায়ের মতো ব্যক্তিত্বদের নিয়ে বিভিন্ন উদ্যোগ, অনুষ্ঠান এবং কর্মসূচির চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।