পল্লবী শর্মা,টেলিভিশন অভিনেত্রী,ধারাবাহিক,কে আপন কে পর,সাক্ষাৎকার,গসিপ,Pallavi Sharma,Telivision Actress,Serial,K Apon K Por,Interview,Gossip

‘কে আপন কে পর’ এবার নতুন রূপে পর্দায় ফিরবেন অভিনেত্রী পল্লবী! নতুন পদক্ষেপের কথা নিয়েই জানালেন পর্দার জবা

২০২০ সালে সম্প্রচারিত ধারাবাহিক ‘কে আপন কে পর’-এর আর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি জবা ওরফে পল্লবী শর্মাকে। টেলিভিশন থেকে যেন সম্পূর্ণ উধাও হয়ে গেছেন তিনি। জনপ্রিয় এই ধারাবাহিকে পল্লবীর বিপরিতে কাজ করেছিলেন পরম ওরফে বিশ্বজিত। দর্শকমহলে বেশ জনপ্রিয় ছিলো ‘জবা-পরম’এর অনস্ক্রিন জুটি। ‘কে আপন কে পর’ ধারাবাহিকের পর বিশ্বজিত বেশ কিছু কাজ করলেও ইন্ডাস্ট্রি থেকে নিজেকে একেবারে সরিয়েই নিয়েছিলেন পল্লবী। কিন্তু ঠিক কী কারণে গায়েব হয়ে গিয়েছেন তিনি? এখন আছেনই বা কোথায়। সম্প্রতিই সাংবাদিকদের সামনে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলেন অভিনেত্রী।

সম্প্রতি এক একান্ত সাক্ষাৎকারে জবা জানিয়েছেন, ধারাবাহিক শেষ হলে পাকা এক বছর ছুটি কাটিয়েছেন তিনি। ঘুরতে গিয়েছেন গোয়া, রাজস্থান, বেঙ্গালুরু সহ দেশের একাধিক জায়গায়। অভিনেত্রীর কথায়, “এই এক বছরে চুটিয়ে ঘুরছি আমি। ডিসেম্বরে মেগা শেষ হতেই এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলাম। গোয়া, রাজস্থান, বেঙ্গালুরু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। জবা চরিত্রটার জন্য প্রচুর ওজন বেড়ে গিয়েছিল। আর টানা পাঁচ বছর কাজ করার পর একটু কিছু দিনের বিরতি চেয়েছিলাম।”

পল্লবী শর্মা,টেলিভিশন অভিনেত্রী,ধারাবাহিক,কে আপন কে পর,সাক্ষাৎকার,গসিপ,Pallavi Sharma,Telivision Actress,Serial,K Apon K Por,Interview,Gossip

 

দীর্ঘ দুই বছর ইন্ডাস্ট্রি থেকে দূরে রয়েছেন তিনি, কোথাও কি কোনো হতাশা কাজ করছে তার মধ্যে? সাংবাদিকদের এই প্রশ্নে অভিনেত্রীর স্পষ্ট জবাব, ‘না’। পল্লবীর মতে, তার কাজ তার জীবনের একটা অংশ হলেও পুরো জীবন মানেই কাজ নয়। কাজের পাশাপাশি এবার নিজেকে এবং পরিবারকে সময় দিতে চান অভিনেত্রী। এছাড়াও আরো একটা কারণ রয়েছে ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকার। পল্লবীর কথায়, ” জবা চরিত্র এবং নামটা দর্শক মনে এমন ভাবে গেঁথে গিয়েছে, সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে চাই। তাই হতাশা আমাকে কোনও দিনই গ্রাস করে না। পাঁচ বছর কাজ করে যদি এটুকু সময় নিজেকে না দিই তা হলে আর কী হল।”

তাই এ কথা তো স্পষ্ট এই মুহূর্তে রূপোলী পর্দায় না ফিরলেও নতুন কোনও অবতারে খুব শীঘ্রই ফিরছেন তিনি। নায়িকা নিজেই জানালেন যে, হয়তো আগামী তিন চার মাসের মধ্যেই কাজের জগতে ঢুকিয়ে নেবেন নিজেকে। আগামী দিনে ধারাবাহিক বা সিরিজ যে কোনো জায়গাতেই দেখা মিলতে পারে তার।

Avatar

Moumita

X