Papiya Paul

কেউ স্কুল পাশ, কেউ পেরোয়নি স্কুলের গন্ডিও, বাংলা সিরিয়ালের সুন্দরী নায়িকাদের পড়াশোনা কতদূর?

নিউজশর্ট ডেস্কঃ Bengali Mega Serial Actress Educational Qualification : বাংলা বিনোদন জগতে দর্শকদের সবথেকে বেশি বিনোদন দেয় বাংলা সিরিয়াল(Bengali Serial)। আর এই সিরিয়ালের নায়ক-নায়িকারা হয়ে ওঠেন দর্শকদের বাড়ির সদস্য। তাই এই তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে সবসময় উৎসুক থাকেন তারা। আজকের এই প্রতিবেদনে টেলি অভিনেত্রীদের(Tele Actress) পড়াশোনা ঠিক কতদূর সেই সম্পৰ্কে আপনাদেরকে জানাবো।

   

অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) : টলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে অপরাজিতা একজন। শুধু বাংলা সিরিয়াল নয়, বাংলা সিনেমা জগতেও খুব পরিচিত অভিনেত্রী তিনি। খুব শীঘ্রই তাকে স্টার জলসার ‘জল থই থই ভালোবাসা’ সিরিয়ালে দেখা যাবে।  তিনি অভিনেত্রীর পাশাপাশি উচ্চশিক্ষায় শিক্ষিত। স্নাতক পাশের ডিগ্রী রয়েছে তার।

মানালি মনীষা দে (Manali Manisha Dey) : এইমুহুর্তে জি বাংলার চর্চিত ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’তে দেখা যাচ্ছে তাকে। সিরিয়ালের পাশাপাশি বড়পর্দায় অনেক ছবিতে কাজ করেছেন তিনি। উচ্চমাধ্যমিকের পর পড়াশোনায় ইতি টেনেছেন এই নায়িকা।

মোহনা মাইতি (Mohana Maiti) :  জি বাংলার ‘গৌরী এলো’র নায়িকা মোহনা মাইতি। তিনি বহরমপুরের মেয়ে। বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্রী তিনি। বয়সে অনেকটাই ছোট এই অভিনেত্রী। এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি।

সোলাঙ্কি রায় (Solanki Roy) : ছোটপর্দা, ওটিটি এবং বড়োপর্দা সব জায়গাতেই বেশ ভালোই আধিপাত্য বিস্তার করেছে এই নায়িকা। সোলাঙ্কি, যাদবপুর থেকে পলিটিক্যাল সায়েন্স এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ‘গাঁটছড়া’ শেষ হবার পর তাকে এখনো কোনো নতুন সিরিয়ালে দেখা যায়নি।

Solanki Roy

সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) : জি বাংলার অন্যতম চর্চিত ধারাবাহিক ‘মিঠাই’তে দেখা যেত তাকে।  সৌমিতৃষা অর্থাৎ মিঠাই বারাসাত গার্লস হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন এবং এরপর ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।‌‌ এখন দেবের সঙ্গে ‘প্রধান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন নায়িকা।