Arijit

ভারত-পাকিস্তান ম্যাচ রাষ্ট্রের বিরুদ্ধে! বিরাট-রোহিতদের তুলোধনা করলেন রামদেব

আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা। তারপরই বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। তবে ভারত- পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগে বিস্ফোরক মন্তব্য করলেন যোগগুরু বাবা রামদেব। ভারত- পাকিস্তানের এই ম্যাচ কে রাষ্ট্রের বিরুদ্ধে বললেন রামদেব।

   

এই মুহূর্তে ভারত এবং পাকিস্তান দুই দেশের সম্পর্ক অত্যন্ত খারাপ পরিস্থিতিতে। বারবার ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে পাকিস্তানি জঙ্গিরা। আর জঙ্গিদের পূর্ণ মদত দিচ্ছে পাকিস্তান। আর সে কারণেই রামদেবের মতে ক্রিকেট এবং সন্ত্রাসবাদ কখনই একসাথে চলতে পারে না। ভারত- পাকিস্তানের এই ম্যাচ রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে বললেন বাবা রাম দেব।

পাকিস্তান সরকার বরাবরই ভারতের জঙ্গি কার্যকলাপে মদত দেয়। এমনকি কাশ্মীরে উত্তেজনা ছড়াতে পূর্ণ মদত দেয় পাকিস্তান সরকার। জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ করার জন্য সমস্ত রকম সাহায্য আসে পাকিস্তানের তরফে। আর এই সমস্ত কথা মাথায় রেখেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ খেলা কখনই মেনে নিতে পারছেন না বাবা রামদেব। রামদেবের মতে পাকিস্তান আমাদের পরম শত্রু, তাদের বিরুদ্ধ এভাবে ক্রিকেট খেলা রাষ্ট্রের বিরুদ্ধে।