Indian Railway

Moumita

এবার লোকাল ট্রেনে হাওড়া থেকে সোজা বাঁকুড়া, কমবে মানুষের দুর্ভোগ, মিলেছে দারুণ খবর

ভারতের (India) মানুষদের কাছে গণপরিবহনের মেরুদন্ড হল ভারতীয় রেল (Indian Railways)। কাশ্মীর থেকে কন্যাকুমারী গোটা ভারতকে জুড়ে রেখেছে এই রেলওয়ে। আর সেই কারণেই রেল মন্ত্রণালয়ও একের পর এক নতুন প্রকল্প নিয়ে আসছে যাত্রীদের সুবিধার্থে। এমতাবস্থায় প্রতিটি নাগরিকও চান যেন তাদের এলাকাতেও রেল পরিষেবা ঠিক হয়।

   

আজকের প্রতিবেদনে এরকমই একটি সুখবর নিয়ে এসেছি বাঁকুড়ার বাসিন্দাদের জন্য। আর এই সুখবরটি হল, এবার হাওড়া থেকে বাঁকুড়া পর্যন্ত লোকাল ট্রেন দেওয়ার কথা হচ্ছে। যার জন্য একটি নতুন রেলপথও তৈরি করা হবে বলে খবর। এবং সেই রেলপথই জুড়ে দেবে হাওড়া বাঁকুড়াকে। অর্থাৎ এবার থেকে খুব সহজেই হাওড়া থেকে বাঁকুড়া আসা যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই রেলপথটি তৈরি হবে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা মসাগ্রাম থেকে হাওড়া পর্যন্ত। সূত্রের খবর, এই রেলপথের জন্য প্রায় ৩৯ কোটি টাকা বরাদ্দ করেছে রেল মন্ত্রণালয়। জানা যাচ্ছে খুব শীঘ্রই শুরু হবে রেল লাইনের কাজ। এই বিষয়ে মতামত রেখেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

নতুন এই রেলপথ বিষয়ে জানা গেছে, গত মঙ্গলবার একটি টেন্ডার ডাকা হয়েছিল রেলের তরফ থেকে। এই টেন্ডার ডাকার পর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, সমস্ত কিছুই প্রায় ঠিকঠা‌ক। কাজ শুরু হওয়া এখন খালি সময়ের অপেক্ষা। এই প্রোজেক্ট শেষ হলে হাওড়া আর বাঁকুড়ার দূরত্ব অনেকটাই কমে আসবে‌।

এইমুহুর্তে বাঁকুড়া থেকে হাওড়া এবং কলকাতা যাওয়া যথেষ্ট ঝক্কির ব্যাপার। বাঁকুড়া সদর শহর থেকে গুটিকয়েক ট্রেন থাকলেও বাকি অন্যান্য অঞ্চল থেকে হাওড়া যাওয়ার সেইভাবে রাস্তা নেই। খড়গপুর হয়ে ঘুরপথে যাতায়াত করতে হয়। বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত লাইন থাকলেও, মশাগ্রাম থেকে হাওড়া সংযোগ নেই‌। তবে এই লাইনটি হয়ে গেলে অনেকটাই সহজ হবে এই যাত্রাপথ।