Central Govt Home loan

Papiya Paul

Central Govt Home loan: লোন নিয়ে বাড়ি করতে চাইছেন! এবার বিরাট সুখবর নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার

নিউজশর্ট ডেস্কঃ ভারতে প্রচুর মানুষ বসবাস করেন। তবে এদের মধ্যে কোটি কোটি মানুষ গৃহহীন। অনেকেই নিজের বাড়ির না থাকার জন্য অন্যের বাড়িতে ভাড়া থাকেন। কেউ আবার রাস্তাঘাটে থেকে বেঁচে রয়েছেন। বহু কষ্ট করে তাদের দিনযাপন করতে হয়। তবে এবার এই সকল মানুষদের জন্য বিরাট সুখবর নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার(Central Government)।

   

এবার কেন্দ্র সরকারের একটি নতুন প্রকল্প আসতে চলেছে। যার মাধ্যমে সস্তায় হোম লোন(Home Loan)
পাওয়া যাবে। এই প্রকল্প মূলত দেশের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মানুষদের যাতে মাথার উপর বসবাসের জন্য নিজের বাড়ি হয়। বহু মানুষেরই স্বপ্ন থাকে নিজের বাড়ি তৈরি করার কিন্তু পর্যাপ্ত টাকা না থাকার জন্য সেই স্বপ্ন পূরণ হয় না।

তবে অনেকেই স্বপ্ন পূরণের জন্য বিভিন্ন ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে মোটা টাকার সুদ দিয়ে লোন নেন। এরপর এই মোটা টাকা শোধ দেওয়ার পেছনে প্রচুর সময় চলে যায়। তবে এবার এই সকল মানুষদের জন্য বিরাট সুখবর নিয়ে এসেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকার যে প্রকল্প আনতে চলেছে সেখানে খুব অল্প সুদে কয়েক লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে।

Narendra Modi

আরও পড়ুন: Central Government: এবার দেশের মহিলারা হবেন লাখপতি! বড় ঘোষনা মোদীর, কিভাবে করবেন আবেদন?

২০২৩ সালের ১৫ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ধরনের লোনের কথা ঘোষণা করেছিলেন লালকেল্লায়। যদিও এখনও সেটা বাস্তবায়িত হয়নি। তবে এবার ২০২৪ থেকে ২৫ অর্থবর্ষে এই প্রকল্প বাস্তবায়িত হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় গৃহ নির্মাণ ও শহরাঞ্চল বিষয়কমন্ত্রী হরদীপ সিং পুরি। তার মন্তব্য অনুযায়ী একটি প্রকল্পের জন্য পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর তা অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছে।

গত বছর সেপ্টেম্বর মাসেই সরকারের এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও বিভিন্ন সংস্করণের জন্য তা চালু হয়নি। তবে এবার তা চালু হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই প্রকল্প অনুযায়ী যে সকল নাগরিকরা বাড়ি ভাড়া নিয়ে থাকেন অথবা বস্তি বা অনুমোদনহীন কলোনিতে বসবাস করেন তারা বাড়ি তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে ৭.৫% থেকে ৮.৫% সুদের হারে লোন নিতে পারবেন।