Papiya Paul

টাকার বিনিময়ে ছাড়তে চেয়েছিলেন আরিয়ানকে, তদন্ত শুরু সমীরের বিরুদ্ধে

২ রা অক্টোবর আরিয়ান খানের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তে না পড়তেই বিনা মেঘে বজ্রপাত হয় খান পরিবারের মাথায়। এতদিনের এত সম্মান, এতো ভালোবাসা যেন নিমেষে শেষ হয়ে যায়। ইতিমধ্যেই বেশ কিছু বিজ্ঞাপনের কাজ হাতছাড়া হয়ে গেছে শাহরুখ খানের, স্থগিত রাখা হয়েছে বেশ কয়েকটি সিনেমার শুটিং। অন্যদিকে গৌরীও ছেলের চিন্তায় ব্যাকুল হয়ে রয়েছেন। জন্মদিন অথবা বিবাহ বার্ষিকী, কোন কিছুই পালন করা হচ্ছে না মান্নত”- এ।

   

আরিয়ান থেকে স্পটলাইট সরে গিয়ে পড়েছে অন্যতম এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের উপর।
ইতিমধ্যেই এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছেন নারকটিকস কন্ত্রল ইউর। গোয়েন্দা সংস্থার এই আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি আরিয়ান খানকে ছেড়ে দেবার বিনিময়ে এক সাক্ষীর মাধ্যমে দাবি করেন ২৫ কোটি টাকা।

এনসিবির ডেপুটি জেনারেল ডিরেক্টর জ্ঞানেশ্বর সিংহ সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তের নজরদারির দায়িত্বে রয়েছেন। সমীরকে দায়িত্ব থেকে কি সরিয়ে দেওয়া হবে? প্রশ্ন করায় তিনি বলেন, “এখনই এই নিয়ে কোনো কথা বলা যাবে না। সবেমাত্র তদন্ত শুরু হয়েছে”।তদন্তকারী সংস্থা এবং সমীরের বিরুদ্ধে সবিস্তার রিপোর্ট জমা দেওয়া হয়েছে এনসিবি তরফ থেকে জ্ঞানেশ্বরের কাছে। এমতাবস্থায় এই বিষয়ে একটি বৈঠক করার জন্য সমীরবাবু দিল্লি যাবেন। গ্রেফতার হতে পারেন, এমন আশঙ্কা করে আদালতের দ্বারস্থ হয়েছেন সমীরবাবু তথা আরিয়ানের গ্রেফতারের নেপথ্যে থাকা অন্যতম কর্তা।

অন্যদিকে, এই মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল সোমবার পুলিশ কমিশনারের দপ্তরে পৌঁছেছেন। সেখানে উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি। প্রভাকরের দাবি অনুযায়ী, এনসিবির আধিকারিক সমীর আরিয়ানকে ছেড়ে দেবার জন্য ২৫ কোটি টাকা চেয়েছিলেন।যদি এই কথাটির সত্যতা প্রমাণিত হয়নি এখনও।