Arijit

বিশ্বকাপে ব্যর্থতার দায় নির্বাচকদের উপর চাপিয়ে ক্ষোভ উগরে দিলেন হার্দিক পান্ডিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে বেশ কয়েক মাস আগে। তবে এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ কাটেনি ভারতের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে যে লজ্জাজনক বিদায় ঘটেছিল ভারতের তা এখনও মেনে নিতে কষ্ট হয় ভারতীয় ক্রিকেট প্রেমীদের। আর ভারতের এই চূড়ান্ত ব্যর্থতার দায় বেশির ভাগটাই চাপানো হয়েছিল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ঘাড়ে।

   

ভারতীয় নির্বাচন প্রধান চেতন শর্মা জানিয়েছিলেন একজন অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। কিন্তু হার্দিক পান্ডিয়া না ব্যাট হাতে, না বল হাতে, না ফিল্ডিং কোন দিক দিয়েই ভারতীয় দলকে সাহায্য করতে পারেনি। উল্টে হার্দিক পান্ডিয়ার চূড়ান্ত ব্যর্থতার জন্য ভারতকে বিপদে পড়তে হয়েছিল। এর জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে হার্দিক পান্ডিয়াকে।

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। নির্বাচন প্রধান চেতন শর্মার উল্টো সুর শোনা গেল হার্দিক পান্ডিয়ার মুখে। এইদিন হার্দিক পান্ডিয়া বললেন, “বিশ্বকাপে আমাদের ব্যর্থতার জন্য বেশিরভাগ দায় আমার ঘাড়ে চাপানো হয়। আমায় তো দলে ব্যাটার হিসাবে সুযোগ দেওয়া হয়েছিল। আমি প্রথম ম্যাচে বল করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। দ্বিতীয় ম্যাচে আমার বল করার কথা না থাকলেও, বাধ্য হয়ে বল করতে হয়।’