বিনোদন,বলিউড,বলিউড গসিপ,দক্ষিণী ছবি,কেজিএফ চ্যাপ্টার ২,বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন Entertainment,Bollywood,Bollywood Gossip,South Indian Cinema,KGF Chapter 2,Worldwide Box Office Collection

Papiya Paul

কেউ ২০২৪ কোটি, তো কেউ ১০৩২ কোটি, রইল সেরা ১০ টি সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকা

দক্ষিণী ছবি ‘কেজিএফ চ্যাপটার টু'(KGF Chapter 2) মুক্তি পাবার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এমনকি মুক্তি পাবার আগেও এই ছবি নিয়ে দর্শকদের মনে বিরাট উচ্ছাস ছিল। আর দর্শকদের সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে এই ছবি। কেজিএফ চ্যাপটার ২ সারা বিশ্বব্যাপী বক্স অফিসে দারুন কালেকশন করেছে। ইতিমধ্যে ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা।

   

এই মুহূর্তে বিশ্বব্যাপী বক্সঅফিসে চতুর্থ সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে যশের সিনেমা। সারা বিশ্বব্যাপী সিনেমার আয় ১০০৯ কোটি টাকা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দঙ্গলের বিশ্বব্যাপী আয় ছিল ২০২৪ কোটি টাকা। আর বাহুবলির কালেকশন ছিল ১৮১০ কোটি টাকা। আবার বজরঙ্গি ভাইজানের বিশ্বব্যাপী সংগ্রহ ছিল ৯৬৯ কোটি টাকা ও সিক্রেট সুপারস্টার আয় করেছিল ৯৭৭ কোটি টাকা।

চলুন তাহলে দেখে নেওয়া যাক বিশ্বব্যাপী বক্সঅফিসে রেকর্ড করা ভারতীয় সিনেমার তালিকা-

১) দঙ্গল- ২০২৪ কোটি টাকা

২) বাহুবলি ২- ১৮১০ কোটি টাকা

৩) আরআরআর- ১১২০ কোটি টাকা

৪) কেজিএফ ২- ১০৩২ কোটি টাকা

৫) বজরঙ্গি ভাইজান- ৯১০ কোটি টাকা

৬) সিক্রেট সুপারষ্টার- ৮৫৮ কোটি টাকা

৭) পিকে- ৭৪৩ কোটি টাকা

৮) ২.০- ৬৪৮ কোটি টাকা

৯) সঞ্জু- ৫৮৫ কোটি টাকা

১০) সুলতান- ৫৮৪ কোটি টাকা