Personal Loan EMI

Papiya Paul

Personal Loan EMI: ৫ বছরের জন্য ৫ লাখ টাকা পার্সোনাল লোন খুঁজছেন? এই ৬ ব্যাঙ্কের EMI তালিকা দেখে নিন

নিউজশর্ট ডেস্কঃ হঠাৎ করে কোনো কারণবশত টাকার দরকার পড়লে লোন নেন সাধারণ মানুষ। এক্ষেত্রে অল্প কিছু টাকা দরকার পড়লে পার্সোনাল লোন(Personal Loan) নিয়ে থাকেন বহু মানুষ। এই পার্সোনাল লোনে সুদের হার বেশি হলেও যেকোনো সময় টাকা পাওয়া যায়। পার্সোনাল লোনে সুদের হার বর্তমানে ১০.৪৯ শতাংশ থেকে ২২ শতাংশের মধ্যেই থাকে। তবে কত টাকা লোন নেওয়া হচ্ছে এবং কোন ব্যাংক থেকে লোন নেওয়া হচ্ছে তার ওপরেই সুদের হার(Interest Rate) নির্ভর করে থাকে।

   

তবে আজকের এই প্রতিবেদনে কোন ব্যাংকের সস্তায় পার্সোনাল লোন পাওয়া যাচ্ছে, সে সম্পর্কে আপনাদেরকে জানানো হলো। যদি কোন ব্যক্তি ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা ঋণ নেন। তাহলে সেক্ষেত্রে কত টাকা সুদ দিতে হবে? আর সেই সুদের ওপর ইএমআই কত টাকা হবে? এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এইচডিএফসি ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে বর্তমানে পার্সনাল লোনে সুদের হার ১১.২৫ শতাংশ। ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা পার্সোনাল লোন নিলে প্রত্যেক মাসে ১০,৯৩৪ টাকা ইএমআই দিতে হবে।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: এই ব্যাঙ্কে সুদের হার অন্যান্য ব্যাঙ্কের থেকে একটু বেশি। এখানে সুদের হার পার্সোনাল লোনে ১২.৯০ শতাংশ। অর্থাৎ ৫ বছরের জন্য ৫ লাখ টাকা লোন নিলে প্রত্যেক মাসে ইএমআই দিতে হবে ১১,৩৫১ টাকা।

আরও পড়ুন: SBI থেকে HDFC ব্যাঙ্ক, সবথেকে কম সুদে কোথায় মিলবে হোম লোন? রইল সুদের হারের চার্ট

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র: এই ব্যাঙ্কে অনেক সস্তায় লোন পাওয়া যায়। ৫ বছরের জন্য ৫ লাখ টাকার লোনে প্রত্যেক মাসে ইএমআই দিতে হবে ১০,৪৮৯ টাকা। এখানে পার্সোনাল লোনে সুদের হার ৯.৪৫ শতাংশ।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক: এই ব্যাঙ্কে পার্সোনাল লোনে সুদের হার ৮.৯০ শতাংশ থেকে ১৪.৪৫ শতাংশের মধ্যে থাকে। অর্থাৎ ৫ বছরের জন্য ৫ লাখ টাকা লোনে প্রতি মাসে ইএমআই দিতে হবে ১০,৫৭৪ টাকা।

ইয়েস ব্যাংক: এই ব্যাঙ্কে পার্সোনাল লোনে সুদের হার ১০.৯৯ শতাংশ। এখানে ৫ বছরের জন্য ৫ লাখ টাকা নিয়ে প্রত্যেক মাসে ইএমআই দিতে হবে ১০,৮৬৯ টাকা।

ব্যাঙ্ক অফ বরোদা: এখানে পার্সোনাল লোনে সুদের হার ১০.৫০ শতাংশ থেকে ১২.৫০ শতাংশ। এখানে ৫ বছরের জন্যে ৫ লক্ষ টাকা পার্সোনাল লোন নিলে প্রত্যেক মাসে ১০,৭৪৭ টাকা থেকে ১১,২৪৯ টাকা ইএমআই দিতে হবে।