Unknown Facts

Moumita

অবিশ্বাস্য হলেও সত্যি, পৃথিবীর এই ৬ টি জায়গায় ডোবে না সূর্য, রাতেও হয় না অন্ধকার!

একথা তো আমরা সবাই জানি যে পৃথিবী নিরন্তর ঘুরে চলেছে। একপ্রান্তে যখন সূর্য ডুবছে (Sunset) অপরপ্রান্তে তখন সূর্য উদয় (Sunrise) হচ্ছে। একদিকে যখন রাতের গভীর অন্ধকার, অন্যদিকে তখন ভোরের স্নিগ্ধ আলো। তবে নরওয়ে (Norway) এমন একটা দেশ যেখানে কোনোদিনই সূর্য (Sun) ডোবেনা। এই কারণেই নরওয়ের আরেক নাম নিশীথ সূর্যের দেশ।

   

অনেকেই হয়ত জানেননা বা জানেন যে, আগে একটা সময় বলা হত ব্রিটিশ সাম্রাজ্যে নাকি কোনোদিনই সূর্য ডোবেনা। আসলে ইউরোপ থেকে আফ্রিকা, আমেরিকা, এশিয়া গোটা পৃথিবী জুড়ে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তৃতি এতটাই ছিল যে এক প্রান্তে সূর্যোদয় হলে অপর প্রান্তে সূর্যাস্ত হত।

যদিও সেইসব দিন এখন অতীত। ব্রিটিশ সাম্রাজ্য এসে ঠেকেছে তাদের দ্বীপ রাষ্ট্রের মধ্যেই। তাও সম্প্রতি ভাঙ্গনের মুখে। তবে অনেকেই হয়ত জানেননা যে, পৃথিবীর এমন বেশ কিছু দেশ আছে যেখানে দীর্ঘদিন ধরে সূর্য অস্ত যায়না। এই তালিকার প্রথম নামটি হল নরওয়ে। এখানে মে থেকে জুলাই পর্যন্ত সূর্য অস্ত যায় না। এবং ১০ ই এপ্রিল থেকে ২৩ শে আগস্ট পর্যন্ত একটানা সূর্যাস্ত হয় না।

Sun,Sunset,Sunrise,Finland,Norway,Summer,Winter,এই ৬ জায়গায় সূর্য অস্ত যায়না,গ্রীষ্ম,শীত,ফিনল্যান্ড,নরওয়ে,সূর্যাস্ত,সূর্যোদয়

এই একই দৃশ্য দেখা যায় কানাডার নুনাভুট অঞ্চলেও। এখানেও বছরের ২ মাস সূর্য অস্ত যায়না। আবার শীতকালে ৩০ দিন রাত থাকে। এরপরের নামটি হল ইউরোপের সবচেয়ে বড় দ্বীপ আইসল্যান্ড। জুন মাসে এই দেশে রাতের বেলাতেও সূর্যের আলো দেখা যায়। এই একই দৃশ্য দেখা যায় আলাস্কার ব্যারো অঞ্চলে। মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত রাতের বেলায় সূর্যের উপস্থিতি বর্তমান।

Sun,Sunset,Sunrise,Finland,Norway,Summer,Winter,এই ৬ জায়গায় সূর্য অস্ত যায়না,গ্রীষ্ম,শীত,ফিনল্যান্ড,নরওয়ে,সূর্যাস্ত,সূর্যোদয়

শুধু তাই নয়, এখানে নভেম্বর মাসের শুরু থেকে ডিসেম্বর মাসের শুরু পর্যন্ত প্রায় ৩০ দিন টানা রাত থাকে। তালিকার পরবর্তী জায়গাটির নাম হল ফিনল্যান্ড। এখানে একটানা ৭৩ দিন সূর্য ডোবেনা। আবার টানা ৩২ দিন সূর্য অস্ত থাকে। জেনে অবাক হবেন যে, এখানকার বাসিন্দাদের বিশ্বাস যে, মানুষ শীতকালে বেশি ঘুমায় এবং গ্রীষ্মকালে কম ঘুমায়।

Sun,Sunset,Sunrise,Finland,Norway,Summer,Winter,এই ৬ জায়গায় সূর্য অস্ত যায়না,গ্রীষ্ম,শীত,ফিনল্যান্ড,নরওয়ে,সূর্যাস্ত,সূর্যোদয়

একইরকম দৃশ্য পরিলক্ষিত হয়, ফিনল্যান্ডের পড়শী দেশ সুইডেনেও। মে মাস থেকে শুরু করে আগস্ট মাসের শেষ পর্যন্ত টানা ৬ মাস সূর্য অস্ত যায়না। আবার পরের ৬ মাস সূর্যের দেখা মেলেনা। এছাড়া ভ্যালবাদ ও জান মায়েন দ্বীপ, রাশিয়ার আরখানগেলস্ক দ্বীপ, আরো উত্তরে রাশিয়ার প্রলিব মারকামা, রাশিয়ার ক্রস্নয়াস্ক ক্রায় দ্বীপেও টানা ছয় মাস দিন ও ছয় মাস রাত্রির দেখা মেলে।