Unknown Facts

Moumita

বিশ্বের সেরা ১০ উঁচু বিল্ডিং কোনগুলি? কারা তৈরী করেছে জানেন? রইল ছবি সহ সমস্ত তথ্য

যত দিন যাচ্ছে পৃথিবীতে জনসংখ্যা তত বাড়ছে, বাড়ছে শহরায়ন। এবং এইসমস্ত মানুষের আবাসনের প্রয়োজনে তৈরি হচ্ছে উঁচু উঁচু সব দালান। এরমধ্যেই কিছু কিছু বিল্ডিং (Tallest Building Of The World) এমনও আছে যাদের দেখলে মনে হবে, এরা যেন আকাশছোঁয়ার প্রতিযোগীতায় নেমেছে। আজকের প্রতিবেদনে বুর্জ খলিফা (Burj Khalifa) এমনই ১০ টি বিল্ডিংয়ের কথা বলব আপনাদের।

   

১. বুর্জ খলিফা (Burj Khalifa) : তালিকার শীর্ষে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বুর্জ খলিফা, যার উচ্চতা ৮৩০ মি। এই টাওয়ারটি দুবাই, সংযুক্ত আরব আমিরাতে।

স্থপতি: অ্যাড্রিয়ান স্মিথ, মার্শাল স্ট্রাবালা এবং জর্জ জে. এফস্টাথিউ।

ওয়ারিসন মার্ডেকা টাওয়ার,পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং,বুর্জ খলিফা,সাংহাই টাওয়ার,Burj Khalifa,Shanghai Tower,Tallest Building Of The World,Warisan Merdeka Tower

২. ওয়ারিসন মার্ডেকা টাওয়ার : বুর্জ খলিফার পর এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ারিসন মার্ডেকা টাওয়ার। যার উচ্চতা ৬৭৯ মি। এই টাওয়ারটি কুয়ালালামপুর, মালয়েশিয়ায় অবস্থিত।

স্থপতি: ফেন্ডার কাটসালিডিস।

ওয়ারিসন মার্ডেকা টাওয়ার,পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং,বুর্জ খলিফা,সাংহাই টাওয়ার,Burj Khalifa,Shanghai Tower,Tallest Building Of The World,Warisan Merdeka Tower

৩. টোকিও স্কাইট্রি : তালিকার তৃতীয় বিল্ডিংটির নাম টোকিও স্কাইট্রি। যার উচ্চতা ৬৩৪ মি। এটি জাপানের টোকিও শহরের সুমিদাতে অবস্থিত।

স্থপতি: নিকেন সেক্কেই।

ওয়ারিসন মার্ডেকা টাওয়ার,পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং,বুর্জ খলিফা,সাংহাই টাওয়ার,Burj Khalifa,Shanghai Tower,Tallest Building Of The World,Warisan Merdeka Tower

৪. সাংহাই টাওয়ার : তালিকার চতুর্থ উঁচু বিল্ডিংটির নাম হল সাংহাই টাওয়ার। ৬৩২ মি উচ্চতা বিশিষ্ট এই বিল্ডিংটি চিনের সাংহাই শহরে অবস্থিত।

স্থপতি: মার্শাল স্ট্রাবালা, অ্যান্ডি কোহেন, জুন জিয়া এবং আর্থার গেনসলার।

ওয়ারিসন মার্ডেকা টাওয়ার,পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং,বুর্জ খলিফা,সাংহাই টাওয়ার,Burj Khalifa,Shanghai Tower,Tallest Building Of The World,Warisan Merdeka Tower

৫. আব্রাজ অল বেইট ক্লক টাওয়ার (Abraj Al-Bait Clock Tower) : সৌদি আরবে অবস্থিত এই বিল্ডিংটির উচ্চতা ১,৯৭২ ফুট।

 

৬. মক্কা রয়্যাল ক্লকটাওয়ার : সৌদি আরবের মক্কায় অবস্থিত এই বিল্ডিং রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। যার উচ্চতা ৬০১ মিটার।

স্থপতি: SL Rasch GmbH এবং Dar Al-Handasah

ওয়ারিসন মার্ডেকা টাওয়ার,পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং,বুর্জ খলিফা,সাংহাই টাওয়ার,Burj Khalifa,Shanghai Tower,Tallest Building Of The World,Warisan Merdeka Tower

৭. Ping An International Finance Centre : চীনের গুয়াডং শহরে অবস্থিত এই বিল্ডিংটি রয়েছে তালিকার সপ্তম স্থানে। বিল্ডিংটির উচ্চতা প্রায় ৫৯৯ মিটার ।

স্থপতি: কোহন পেডারসেন ফক্স।

ওয়ারিসন মার্ডেকা টাওয়ার,পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং,বুর্জ খলিফা,সাংহাই টাওয়ার,Burj Khalifa,Shanghai Tower,Tallest Building Of The World,Warisan Merdeka Tower

৮. গোল্ডিন ফাইন্যান্স : এই বিল্ডিংটিও চীনে অবস্থিত। ৫৯৬ মিটার উচ্চতা সম্পন্ন। চীনের তিয়ানজিন শহরে অবস্থিত এই বিল্ডিংটি।

স্থপতি: গোল্ডিন প্রপার্টিজ হোল্ডিংস।

ওয়ারিসন মার্ডেকা টাওয়ার,পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং,বুর্জ খলিফা,সাংহাই টাওয়ার,Burj Khalifa,Shanghai Tower,Tallest Building Of The World,Warisan Merdeka Tower

৯. লোটে ওয়ার্ল্ড টাওয়ার : দক্ষিণ কোরিয়ার সিউল শহরে অবস্থিত লোটে ওয়ার্ল্ড টাওয়ার। এই টাওয়ারের উচ্চতা ৫৫৫ মিটার।

স্থপতি: জেমস ফন ক্লেম্পেরার।

১০. উইলিস টাওয়ার : শিকাগো, ইলিনয় শহরে এই অবস্থিত এই বিল্ডিংটি রয়েছে তালিকার দশম স্থানে। ৫২৭ মিটার উচ্চতা সম্পন্ন এই বিল্ডিংটি শিকাগোতে অবস্থিত।

স্থপতি: ফজলুর রহমান খান এবং ব্রুস গ্রাহাম