Arijit

তৃতীয় দিনের শেষে ব্যাকফুটে ভারত, দক্ষিণ আফ্রিকার জয় সময়ের অপেক্ষা

তৃতীয় দিনের শুরুতে ক্রিজে ছিলেন ভারতের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পুজারা। এইদিন ভারতের লক্ষ্য ছিল বড় রান করে চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার কাছে বড় টার্গেট ছুড়ে দেওয়া। সেভাবেই ব্যাট করছিলেন চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কা রাহানে। তবে এই দুই সিনিয়র ব্যাটসম্যান আউট হতেই ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ।

   

শেষের দিকে নেমে শার্দূল ঠাকুরের আগ্রাসী ব্যাটিং, হনুমা বিহারীর চোয়াল চাপা লড়াইয়ে ভর করে দক্ষিণ আফ্রিকার দিকে মাত্র 240 রানের টার্গেট ছুড়ে দেয় ভারত। ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন ঋষভ পন্থ।

জবাবে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই 2 উইকেট হারিয়ে 118 রান করে ফেলেছে দক্ষিন আফ্রিকা। ভারতের থেকে মাত্র 122 রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। হাতে রয়েছে এখনও 8 উইকেট, অপরদিকে বাকি রয়েছে 2 দিনের খেলা। অর্থাৎ তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার পাল্লা যে বেশ ভারী তা বলাই বাহুল্য। অপরদিকে ভারতের জয় নির্ভর করছে মহম্মদ সামি, যাশস্প্রীত বুমরাহর উপর।