Arijit

ভারত-নিউজিল্যান্ড সিরিজকে অর্থহীন বলে কটাক্ষ করলেন এই কিউয়ি ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই ভারত সফরে এসেছে নিউজিল্যান্ড। এই মুহূর্তে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে চলছে টি-টোয়েন্টি সিরিজ। ইতিমধ্যেই সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। আজ সিরিজের দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে নামছে দুই দল।

   

তবে এরই মধ্যে ভারত- নিউজিল্যান্ড সিরিজকে অর্থহীন বলে কটাক্ষ করলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার মিচেল ম্যাকক্লেনাঘান। শনিবার এক ভক্তের টুইটের উত্তর দিতে গিয়ে তিনি বলেন এই সিরিজের কোন মানেই হয় না।

রাঁচিতে সিরিজের দ্বিতীয় ম্যাচ হারার সঙ্গে সঙ্গে সিরিজ হেরে গিয়েছে নিউজিল্যান্ড দল। আর তারপরই টুইটারে এক ভারতীয় সমর্থক লিখেন, ‘নিউজিল্যান্ড সিরিজ হেরে গিয়েছে।’ সেই টুইট মোটেও ভালো ভাবে নিতে পারেন নি ম্যাকক্লেনাঘান। পাল্টা তিনি লিখেন, “সত্যিই কি ওরা হেরেছে? এটা একটা অর্থহীন সিরিজ। এই সিরিজের কোন মানেই হয় না। কারণ একটা দল বিশ্বকাপ খেলার 72 ঘণ্টা পরেই সিরিজ খেলতে নামছে। অপরদিকে একটা দল দশ দিন বিশ্রাম নিয়ে খেলতে নামছে।”